দুর্গাপুর, 21 অগস্ট: লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরিতে নেমে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল থেকে প্রধান বিরোধী দল বিজেপি । সোমবার দুর্গাপুরে ভারতীয় জনতা পার্টির কার্যালয় আয়োজিত হল রাঢ়বঙ্গ জোনের 'ভোটার চেতনা মহাঅভিযান' শীর্ষক গুরুত্বপূর্ণ বৈঠক । এই বৈঠকে রাঢ়বঙ্গ জোনের বিজেপির আটটি সংগঠনিক জেলার সভাপতিরা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব ।
সারা রাজ্যে বিজেপির সাংগঠনিকভাবে মোট 1300টি মন্ডল রয়েছে । তার মধ্যে 1000টি মন্ডলে আয়োজিত হবে এই জনসভা বলে জানা গিয়েছে । এই সমস্ত জনসভাগুলিতে বক্তব্য রাখবেন গেরুয়া শিবিরের বিধায়ক, সাংসদ এবং বিভিন্ন জেলার সভাপতিরা । সারা রাজ্যে মোট আটটি জোনের মধ্যে অন্যতম রাঢ়বঙ্গ জোনে আসানসোল, বীরভূম, বোলপুর, কাটোয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া,পুরুলিয়া,দুর্গাপুর-বর্ধমান বিজেপির এই আটটি সংগঠনিক জেলার কার্যকর্তারা উপস্থিত ছিলেন এ দিনের বৈঠকে ।
রুদ্ধদ্বার কক্ষে এই বৈঠক হয় ৷ মূলত আলোচনার বিষয়বস্তু ছিল, আগামী লোকসভা নির্বাচনে কীভাবে ভোটারদেরকে গেরুয়া শিবিরের প্রার্থীদেরকে ভোটদানেতে উৎসাহিত করা যায় । এছাড়াও যারা নতুন ভোটার তাদেরকে কীভাবে পদ্ম শিবিরের দিকে নিয়ে আসা যায় । সাধারণ ভোটারদের কাছে কী কী বিষয়বস্তু নিয়ে ভারতীয় জনতা পার্টির বুথ স্তরের নেতারা প্রচারে যাবেন । মহিলা ভোটারদেরকে কীভাবে পদ্মফুল চিহ্নের প্রার্থীদের পক্ষে ভোটদান করানো যায় । আগামী লোকসভা নির্বাচনে বাড়ি বাড়ি প্রচারে কেন্দ্রীয় সরকারের কোন কোন প্রকল্পের কথা এবং রাজ্য সরকারের লাগাম ছাড়া দুর্নীতির কথাকে সামনে রেখেই কীভাবে প্রচার চালানো হবে ৷