আসানসোল, 30 মার্চ : অবিশ্বাস্য হলেও সত্যি ! বাবুল সুপ্রিয়কে সংবর্ধনা জানাতে হাতে শাল, বাবুলের মেয়ের জন্য চকোলেট, ফুলের তোড়া নিয়ে উপস্থিতছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। কিন্তু এলেন না বাবুল সুপ্রিয়। ঘটনাটি আসানসোলের ডামরার ধর্মরাজ মন্দির এলাকার। আজ ওই মন্দিরে পুজো দিয়ে বাবুল সুপ্রিয়র ডামরা এলাকায় প্রচার করার কথা ছিল। কিন্তু অনুমতি না মেলায় আজকের কর্মসূচি স্থগিত করতে হয় তাঁকে।
আজ আসানসোলের ডামরা, কালীপাহাড়ি এলাকায় প্রচার করার কথা ছিল আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয়র। ডামরা এলাকায় একটি ধর্মরাজ মন্দিরেও তাঁর পুজো দেওয়ার কথা ছিল। এই কথা শুনেই একদল তৃণমূল কর্মী সমর্থক ওই মন্দিরে পৌঁছান। তাঁদের হাতে ছিল ফুলের তোড়া, শাল, চকোলেটসহ অন্য জিনিসপত্র। তৃণমূল কর্মীরা বলেন, "আমাদের মেয়র জিতেন্দ্র তিওয়ারি আজ সকালে ফোন করে নির্দেশ দেন, প্রাক্তন সাংসদ বাবুল সুপ্রিয় ডামরা গ্রামের ধর্মরাজ মন্দিরে পুজো দিতে আসছেন। যাতে বাবুল সুপ্রিয়র পুজো দিতে কোনও অসুবিধা না হয়, কোনও ব্যাঘাত না ঘটে, তা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।"