পাণ্ডবেশ্বর, 11 অগস্ট : পাণ্ডবেশ্বরে তৃণমূল কর্মী খুন ৷ পরিবারের পাশে দাঁড়িয়েছেন পাণ্ডবেশ্বরের বিধায়ক ৷ মৃত তৃণমূল কর্মীর নাম দিলীপ তুরি । বয়স 34 বছর। পাণ্ডবেশ্বরের পন্থনগরের কাছে একটি মুরগির দোকানে কাজ করতেন ওই তৃণমূল কর্মী ।
গতরাতে দীর্ঘক্ষণ ধরে বাড়ি ফিরছেন না দেখে তাঁর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে । তারপর খবর পাওয়া যায়, পন্থনগর ফুটবল মাঠের পাশে একটি ডোবাতে রক্তাক্ত দেহ পড়ে থাকার।
স্থানীয়রা, পরিবার-পরিজনেরা ঘটনাস্থলে পৌঁছান । রক্তাক্ত দিলীপকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে । খবর পেয়ে তৎক্ষণাৎ আসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় দিলীপ খুব ভাল মানুষ হিসাবে পরিচিত। কেউ কিছু বুঝতে পারছেন না এই ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে ।
পান্ডবেশ্বরে তৃণমূল কর্মীর রহস্যজনক মৃত্যু আরও পড়ুন : আসানসোলে পৌরনিগম থেকে ভ্যাকসিনের কুপন, জবাব চাইতে প্রশাসকের দরবারে অগ্নিমিত্রা
অন্যদিকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ করেন পাণ্ডবেশ্বরকে অশান্ত করার চেষ্টা করছে দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। পুলিশের প্রাথমিক ধারণা দিলিপকে ভারী বস্তু দিয়ে ঘাড়ে, বুকে আঘাত করার কারণেই তাঁর মৃত্যু হয়।