বারাবনি (আসানসোল), 16 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের পর্ব শেষ ৷ তারপরই আসানসোলের বারাবনি ব্লকে সবুজ আবির উড়তে শুরু করেছে ৷ ব্লকের পাঁচগাছিয়া এবং পানুরিয়া গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল ৷ বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের দাবি, পাঁচগাছিয়া, পানুরিয়া ছাড়াও জামগ্রাম পঞ্চায়েতেও তৃণমূলেরই প্রধান বসছে ৷ বাকিগুলোও তাঁদের দখলেই থাকবে ৷ সমিতিরও দখল নেবে শাসক শিবির ৷
বারাবনির পাঁচগাছিয়া তৃণমূলের গড় বলেই রাজনৈতিক মহলে পরিচিত ৷ প্রয়াত দক্ষিণপন্থী নেতা মানিক উপাধ্যায়ের খাসতালুক ছিল এই এলাকা ৷ জনশ্রুতি ছিল, মানিকবাবুর দাপটে বাঘে-গরুতে এক ঘাটে জল খায় ৷ সেই মানিক উপাধ্যায়ের ছেলে বিধান উপাধ্যায় বারাবনির তিনবারের বিধায়ক ৷ পাশাপাশি আসানসোল পৌরনিগমের মেয়রও তিনি ৷ বিধান উপাধ্যায়ের নেতৃত্বেই বারাবনি ও সালানপুরে পঞ্চায়েত ভোটে লড়াই করছে তৃণমূল ৷
গত দু’টি পঞ্চায়েত নির্বাচনেও বারাবনিতে প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছিল তৃণমূলের ৷ মনোনয়ন পেশে পর এবারেও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ ইতিমধ্যেই তিনটি গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল ৷ বাকি 7টি পঞ্চায়েত শাসক দলের দখলেই থাকবে বলে দাবি বিধান উপাধ্যায়ের ৷ পঞ্চায়েত সমিতিও তৃণমূল বিনা বাধায় দখল করতে চলেছে বলে দাবি করেছেন বারাবনির বিধায়ক ৷