জামুড়িয়া, 4 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে ওড়িয়া ভাষাভাষী মানুষদের মন পেতে এবার দেওয়াল লিখনেও তার ছাপ ধরা পড়েছে ৷ জামুরিয়া বিধানসভার খাস কেন্দা ভসকা ধাওরাতে 217 নম্বর বুথ এলাকায় ওড়িয়া ভাষায় দেওয়াল লিখন তৃণমূলের। কারণ একটাই, এলাকায় রয়েছেন 300 ভোটার, যারা ওড়িয়া ভাষাভাষী মানুষ। তৃণমূলের এমন উদ্যোগে খুশি স্থানীয় ওড়িয়া বাসিন্দারা।
জামুরিয়ার বুকে একখণ্ড ওড়িশা । বহু বছর আগে বেঙ্গল কোল কোম্পানির সময় অনেকগুলো ওড়িয়া পরিবার চাকরি সূত্রে জামুরিয়ার খাস কেন্দা এলাকায় এসেছিলেন। পরবর্তীকালে কয়লা শিল্পের রাষ্ট্রায়ত্তকরণ হলে তারাও কোল ইন্ডিয়ার অন্তর্গত হয়ে থেকে যান। বর্তমানে প্রায় 300 ওড়িয়া বাসিন্দা রয়েছে ওই এলাকায়। আগে ওড়িয়া ভাষাভাষীদের জন্য একটি স্কুলও ছিল। কিন্তু সেখানে শিক্ষক না পাওয়া যাওয়ায় স্কুলটি বন্ধ হয়ে গিয়েছে। বাসিন্দারাও তাদের ছাত্র-ছাত্রীদের ইংলিশ মিডিয়ামে পড়তে পাঠাচ্ছেন।
দীর্ঘদিন ধরে বাংলায় থাকার কারণে বাংলা ভাষা বলতে পারেন, কিন্তু বাংলা হরফে লেখা পড়তে পারেন না অনেকেই। আর তাই এবার ওড়িয়া ভাষাভাষী মানুষদের মন পেতে অন্যরকম উদ্যোগ শাসক শিবির তৃণমূলের। জামুড়িয়ার খাস কেন্দার ভসকা ধাওড়াতে 217 নম্বর বুথে তৃণমূলের প্রার্থী হয়েছেন পুতুল বন্দ্যোপাধ্যায়। তাঁর সমর্থনে এলাকায় এবার পড়েছে ওড়িয়া ভাষায় দেওয়াল লিখন।