দুর্গাপুর, 14 এপ্রিল: আবারও চোখ রাঙাচ্ছে করোনা । দীর্ঘ কয়েক মাস কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দিল্লিতে গত বৃহস্পতিবার একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা 1 হাজার 527 জন । 27.77 শতাংশ কোভিড পজিটিভ রেট । এদিন দিল্লিতে কোভিড আক্রান্ত দু'জনের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে । এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক করতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । কিন্তু শুক্রবার রাজ্য তথা বাংলায় ধরা পড়ল অন্য ছবি । দিল্লি থেকে বিশেষ বিমানে অণ্ডাল বিমানবন্দরে দুপুর 12টা 50 মিনিটে এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সেখান থেকেই তিনি হেলিকপ্টারে করে বীরভূম জেলার সিউড়ির উদ্দেশ্যে রওনা দেন । প্রশ্ন উঠছে যেখানে দিল্লিতে করোনার বাড়বাড়ন্ত বাড়ছে দিন-দিন, সেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিনা মাস্কে বাংলায় এলেন কী করে ?
দেশের বেশ কিছু রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে । করোনা ফের মাথা চাড়া দিলেও সরকারিভাবে এখনও কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি । তবে পরিস্থিতি যাতে আগের মতো হাতের বাইরে না চলে যায়, তার জন্য জনসাধারণকে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তবে এবার কেন্দ্রের শাসকদলের মন্ত্রীর বিরুদ্ধেই উঠেছে অসচেতন হওয়ার অভিযোগ । পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের গড় বীরভূমের মাটিতে শুক্রবার পা রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । অণ্ডালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া-সহ পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতৃত্বকে । কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী-সহ তাঁর দেহরক্ষী, কারওর মুখেই ছিল না মাস্ক । এমনকি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া বাংলার গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের মুখেও মাস্কের দেখা মেলেনি ।