দুর্গাপুর, 28 মে : দুর্গাপুরের আট নম্বর ওয়ার্ডে তৃণমূলের কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল BJP কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। 24 ঘন্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাঁরাই ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়।
শুনুন জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য রাতে ঘটনাস্থানে যান আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। বলেন, "তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙবে কেন ? এই অধিকার তোমায় কে দিয়েছে ? তুমি ভোটে জিতেছ ঠিক আছে, তুমি ভোটে জেতার আনন্দ করো যা করার করো আমরা তো আটকাতে যাচ্ছি না । কর্মীদের সংযত করছে না BJP নেতারা । তারা উস্কানি দিচ্ছে । এর ফল ওদের ভোগ করতে হবে । এটা হবে না ।"
এর পর হুঁশিয়ারির সুরে তিনি বলেন, "দুর্গাপুর শান্ত থাকুক এটা চাই । আমরা চাই না দুর্গাপুরে অশান্তি হোক। কিন্তু মুখে আঙুল দিয়ে যদি কেউ অশান্তি করার চেষ্টা করে, জোর করে যদি কেউ অশান্তি করার চেষ্টা করে, আমরা চুড়ি পরে বসে নেই । আমরা বসে বসে দেখব না, এর রিটালিয়েশন হবে কিন্তু।"
গতকাল সন্ধ্যায় দুর্গাপুর পৌরনিগমের আট নম্বর ওয়ার্ডে বিজয় মিছিল করেন BJP-র কর্মী-সমর্থকরা। অভিযোগ, সেই মিছিল যখন আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিল তখন বেশ কয়েকজন BJP কর্মী সেখানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থানে আসে দুর্গাপুর থানার পুলিশ । ঘটনাস্থানে যান দুর্গাপুরের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল,পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। যদিও BJP-র তরফে এই ঘটনা নিয়ে কেউ মন্তব্য করেননি।