দুর্গাপুর, 29 নভেম্বর : তৈরি করা হয়েছিল সর্বসাধারণের জন্য শৌচালয় ৷ কিন্তু, সেই শৌচালয়ের একটি ঘরেই তৈরি হল তৃণমূলের দলীয় কার্যালয় ৷ অথচ, আমজনতার জন্য আজও তালাবন্ধ শৌচালয়টি ৷ দুর্গাপুরের কাঁকসার আড়বা মোড়ে রয়েছে এই তৃণমূল কার্যালয়টি ৷
তালাবন্ধ সর্বসাধারণের শৌচালয়ে, পাশের ঘরেই তৃণমূলের দলীয় কার্যালয় - দুর্গাপুর তৃণমূল
2018-19 সালে কাঁকসা পঞ্চায়েত সমিতির উদ্যোগে সরকারি অর্থব্যয়ে এই শৌচালয়টি তৈরি করা হয়েছিল ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে নীল সাদা রং হয়েও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে শৌচালয়টি ৷
জানা গিয়েছে, 2018-19 সালে কাঁকসা পঞ্চায়েত সমিতির উদ্যোগে সরকারি অর্থব্যয়ে এই শৌচালয়টি তৈরি করা হয়েছিল ৷ অভিযোগ, দীর্ঘদিন ধরে নীল সাদা রং হয়েও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে শৌচালয়টি ৷ কিন্তু, তার ঠিক পাশের ঘরেই রয়েছে তৃণমূলের কার্যালয় ৷ স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন এই শৌচালয়ে তৃণমূল কার্যালয় তৈরির অনুমতি কে দিল ? এই কার্যালয়ের দায়িত্বে থাকা তৃণমূল কর্মী প্রভাত বাউরি বলেন, তৃণমূলের পার্টি অফিসের জায়গায় তৈরি হয়েছে এই শৌচালয়টি ৷ সেই জন্যই শৌচালয়ের একপাশে তাঁদের কার্যালয় তৈরির অনুমতি দেওয়া হয়েছে বলেও বলেন তিনি ৷ এছাড়াও তিনি বলেন, এই কার্যালয় থেকে এলাকাবাসীর উন্নয়নের কাজ হয় ৷
অপরদিকে, এ প্রসঙ্গে মলানদীঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জী বলেন, "এভাবে সরকারি প্রতিষ্ঠানের ওপর কেউ কোনও দলের কার্যালয় তৈরি করতে পারে না ৷" বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ৷ অপরদিকে, পশ্চিম বর্ধমানে BJPএর জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের অভিযোগ, সরকারি প্রকল্পের উপর তৃণমূলের দুষ্কৃতীরা আস্তানা তৈরি করেছে ৷ ওই কার্যালয় থেকে বিভিন্ন অসামাজিক কাজকর্ম ও দুর্নীতির কাজ হয় ৷