পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dola Sen Critisises Narendra Modi: নরেন্দ্র মোদিকে 'হিটলার', 'বেচুবাবু' বলে কটাক্ষ দোলার - TMC MP Dola Sen Critisises PM Narendra Modi

রবিবার পানাগড়ে ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেস সংগঠনের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'বেচুবাবু' বলে কটাক্ষ তৃণমূল সাংসদ দোলা সেনের (TMC MP Dola Sen Critisises PM Narendra Modi) ৷

Dola Sen
নরেন্দ্র মোদিকে 'হিটলার', 'বেচুবাবু' বলে কটাক্ষ দোলার

By

Published : Dec 5, 2021, 8:20 PM IST

Updated : Dec 5, 2021, 8:59 PM IST

দুর্গাপুর, 5 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'বেচুবাবু' বলে কটাক্ষ করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী তথা রাজ্যসভার সাংসদ দোলা সেন (TMC MP Dola Sen Critisises PM Narendra Modi) ৷ রবিবার পানাগড়ে দলের শ্রমিক সংগঠনের এক সভায় যোগ দিয়ে দোলা সেন বলেন, "কেন্দ্র সরকার সবকিছুই বিক্রি করে দিচ্ছে। বিজেপি সরকার বলে মেক ইন ইন্ডিয়া ৷ আসলে যে হারে দেশের সবকিছু তারা বিক্রি করতে চাইছে, আর কিছুদিন পরে তাদেরকে বলা হবে সেল ইন্ডিয়া এবং মোদি বাবুকে বেচুবাবু বলে ডাকা হবে। দেশের সম্পদ বেচে দিচ্ছে এই বিজেপি সরকার ৷ দেশের অস্ত্র কারখানারও বেসরকারিকরণ হচ্ছে ৷ আমাদের লজ্জা রাখার জায়গা নেই এই তুঘলকি, হিটলারি মোদিবাবুর কারণে ৷"

নরেন্দ্র মোদিকে 'হিটলার', 'বেচুবাবু' বলে কটাক্ষ দোলার

আরও পড়ুন : Mahua Moitra Tweet Controversy : আদানিদের নিয়ে করা পুরনো টুইট মোছেননি, দাবি মহুয়ার

এদিন কেন্দ্রের বিভিন্ন নীতির সমালোচনা করে দোলা সেন বলেন, "সামনে বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে তাই এখনই এনআরসি হবে না,এমনটাই ঘোষণা করেছেন মোদিবাবু। আসলে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এনআরসি হবে না বলে জানানো হয়েছে। যেটা লাগু হবে না সেটা কেন আগে থেকে ঘোষণা হয়েছিল ? উনি নিজের মন মর্জি মোতাবেক কাজ করছেন। প্রতিবেশী রাজ্য অসমে এনআরসির নামে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ায় প্রায় 200 জন মানুষের মৃত্যু হয়েছে। কৃষি আইনের বিরোধিতা করতে গিয়ে এখনও পর্যন্ত সাড়ে 700 জন কৃষক মারা গিয়েছেন। প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে কৃষি বিল প্রত্যাহার করার ঘোষণা করেছেন। কারণ সামনে উত্তরপ্রদেশ,পঞ্জাব এবং অন্যান্য রাজ্যে নির্বাচন রয়েছে ৷ নির্বাচনে হারার ভয়ে তিনি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে কৃষকরা কৃষি আইন প্রত্যাহারের জন্য প্রাণ দিলেন তাঁদের বিষয়ে প্রধানমন্ত্রী আজও দুঃখ প্রকাশ করলেন না।"

রবিবার ইস্টার্ন রেলওয়ে তৃণমূল মেন্স কংগ্রেস সংগঠনের পানাগড় শাখার সূচনা করেন দোলা সেন ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বিরোধীদের প্রধান মুখ বলে উল্লেখ করে এদিন তিনি রেলকর্মীদের এই সংগঠনের ছাতার তলায় আসার অনুরোধ করেছেন ৷

Last Updated : Dec 5, 2021, 8:59 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details