দুর্গাপুর, 31 মার্চ : পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিজেপি কর্মীদের হুমকির ভিডিও ভাইরাল হতেই নির্বাচন কমিশন কড়া মনোভাব নিয়েছে ৷ বুধবার থেকে আগামী সাতদিন আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে কোনও রাজনৈতিক কাজকর্ম করতে পারবেন না তিনি ৷ আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগে তৃণমূল বিধায়কের উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ।
সম্প্রতি একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নরেন্দ্রনাথ চক্রবর্তী দলীয় সভায় বিজেপি সমর্থকদের খোলাখুলি হুমকি দিচ্ছেন ৷ পশ্চিম বর্ধমানের হরিপুরে তিনি তৃণমূলের কর্মীদের নির্দেশ দিচ্ছেন, তারা যেন বিজেপি সমর্থকদের ভয় দেখায় ৷ যাতে কোনও বিজেপি সমর্থক, কর্মী পদ্মফুলে ভোট না দেয় ৷ এর প্রতিবাদে মঙ্গলবার বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বিষয়টি জানায় ৷ তারপরে এই পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন ৷ ওই বিতর্কিত ভিডিয়োটি পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে লিখেছিলেন, "পাণ্ডবেশ্বরের (আসানসোল) বিধায়ক নরেন চক্রবর্তী বিজেপি ভোটারদের খোলাখুলি হুমকি দিচ্ছে ৷"