দুর্গাপুর, 26 জুন: প্রচারের ফাঁকে হঠাৎ সিপিআই অফিসে ঢুকে পড়লেন তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের দাপুটে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । বিরোধী সিপিআই নেতাদের সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ নয় তিনি তাদের কাছ থেকে খোঁজ নিলেন কোনও অশান্তির মুখোমুখি তারা হচ্ছেন কি না, তা নিয়েও ।
রাজ্যজুড়ে যখন রাজ্যের বিরোধী দলগুলি এককাট্টা হয়ে সন্ত্রাসের ভুরিভুরি অভিযোগ ঠিক তখন এক উলটো ছবি দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চল পাণ্ডবেশ্বরে । দেখা গেল রাজনৈতিক সৌজন্যবোধের এক অনন্য নজির । নিজের দলের প্রার্থীদের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । রাস্তায় ঘুরে ঘুরে তিনি ভোট প্রচার সারছিলেন । হঠাৎ তিনি লক্ষ্য করেন রাস্তার পাশে সিপিআই এর কার্যালয়ে বামপন্থী নেতারা বৈঠক করছেন । তৃণমূলের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কোনও কিছু না ভেবেই ঢুকে পড়লেন বিরোধী সিপিআই এর কার্যালয়ে ।
পাণ্ডবেশ্বর বিধানসভার জামবাদ এলাকায় রবিবার রোড-শো করে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচি করছিলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ বাবু, সেই ফাঁকেই হঠাৎ তিনি ঢুকে পড়েন সিপিআই পার্টি অফিসে । সিপিআই নেতা-কর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কয়েক মিনিট আড্ডা দেন তিনি ৷ সিপিআই নেতাদের কাছ থেকে তিনি খোঁজ নেন পঞ্চায়েত ভোটের প্রচারে তারা কোথাও কোনও অশান্তির সম্মুখীন হচ্ছেন কি না, তা নিয়েও ।