পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: প্রচারের ফাঁকে সিপিআই কার্যালয়ে হঠাৎ হাজির তৃণমূল বিধায়ক, কিন্তু কেন - Panchayat Elections 2023

চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচার ৷ আর তার ফাঁকেই সিপিআই অফিসে ঢুকে পড়লেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।

ETV Bharat
সিপিআই অফিসে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক

By

Published : Jun 26, 2023, 10:34 PM IST

সিপিআই অফিসে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক

দুর্গাপুর, 26 জুন: প্রচারের ফাঁকে হঠাৎ সিপিআই অফিসে ঢুকে পড়লেন তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের দাপুটে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । বিরোধী সিপিআই নেতাদের সঙ্গে শুধু সৌজন্য সাক্ষাৎ নয় তিনি তাদের কাছ থেকে খোঁজ নিলেন কোনও অশান্তির মুখোমুখি তারা হচ্ছেন কি না, তা নিয়েও ।

রাজ্যজুড়ে যখন রাজ্যের বিরোধী দলগুলি এককাট্টা হয়ে সন্ত্রাসের ভুরিভুরি অভিযোগ ঠিক তখন এক উলটো ছবি দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চল পাণ্ডবেশ্বরে । দেখা গেল রাজনৈতিক সৌজন্যবোধের এক অনন্য নজির । নিজের দলের প্রার্থীদের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন পাণ্ডবেশ্বর তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । রাস্তায় ঘুরে ঘুরে তিনি ভোট প্রচার সারছিলেন । হঠাৎ তিনি লক্ষ্য করেন রাস্তার পাশে সিপিআই এর কার্যালয়ে বামপন্থী নেতারা বৈঠক করছেন । তৃণমূলের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কোনও কিছু না ভেবেই ঢুকে পড়লেন বিরোধী সিপিআই এর কার্যালয়ে ।

পাণ্ডবেশ্বর বিধানসভার জামবাদ এলাকায় রবিবার রোড-শো করে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মসূচি করছিলেন জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ বাবু, সেই ফাঁকেই হঠাৎ তিনি ঢুকে পড়েন সিপিআই পার্টি অফিসে । সিপিআই নেতা-কর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে কয়েক মিনিট আড্ডা দেন তিনি ৷ সিপিআই নেতাদের কাছ থেকে তিনি খোঁজ নেন পঞ্চায়েত ভোটের প্রচারে তারা কোথাও কোনও অশান্তির সম্মুখীন হচ্ছেন কি না, তা নিয়েও ।

পরে সিপিআই কার্যালয় থেকে বেরিয়ে আসতেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "ভোটের প্রচারে ফাঁকে খোঁজ খবর নিতেই সিপিআই অফিসে ঢুকে পড়া । তাদের সঙ্গে একটু আলাপচারিতা । যেহেতু আমি খনি শ্রমিকদের নিয়ে শ্রমিক সংগঠন করি আর সিপিআই এর এই নেতারাও শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত তাই তাদের সঙ্গে আমি অতি পরিচিত ।" তিনি আরও বলেন, "এটা চমকের কিছু নয়, এলাকার বিধায়ক হিসেবে এটা আমার কর্তব্য । ভোটের সময়েই ভিন্ন দলের ভিন্ন মতামত দেখা যায়, কিন্তু ভোটের পরই সকলেই আমরা এক । তাছাড়া আমাকে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি আমি তাদের সবার বিধায়ক ।"

আরও পড়ুন: 'আমি তোমাদেরই লোক', জলপাইগুড়ি সফরে গিয়ে দোকানে চা বানিয়ে পরিবেশন মমতার

জামবাদ শাখার সিপিআইয়ের সম্পাদক দিলীপ দাস পানিপুরি জানান, বিধায়ক তাঁদের দফতরে এসেছিলেন ৷ তখন সিপিআই দলীয় কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক চলছিল । তিনি আসেন ও কার্যালয়ে বসেন ৷ সকলের সঙ্গে কথা বলেন ৷ নির্বাচন নিয়ে কোনও অশান্তির মুখে পড়তে হয় কি না তা নিয়ে কথা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details