পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 6, 2021, 6:12 PM IST

ETV Bharat / state

তৃণমূল নেতাদের সাহায্যে ঘরছাড়া বিজেপি সদস্যরা বাড়ি ফিরলেন

এদিন সকালে মাধাইগঞ্জ কোলিয়ারি চত্বরে ঘরছাড়া বিজেপি কর্মী-সমর্থকেরা জড়ো হন । সেখানে তাঁদের স্বাগত জানান শাসকদলের ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, দলের স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, কাঞ্চন দাসসহ অন্যান্য তৃণমূল নেতারা । সুজিতবাবু নিজের হাতে ঘরে ফেরা বিজেপি কর্মী সমর্থকদের মিষ্টি খাওয়ান ।

তৃণমূল নেতারা বাড়ি ফেরালো ঘরছাড়া বিজেপি সদস্যদের
তৃণমূল নেতারা বাড়ি ফেরালো ঘরছাড়া বিজেপি সদস্যদের

দুর্গাপুর, 6 জুন : রবিবার দুর্গাপুরের ফরিদপুর থানার গোগলা পঞ্চায়েত এলাকায় টিএমসি নেতারা মিষ্টিমুখ করিয়ে বাড়ি ফেরালেন ঘরছাড়া আটটি বিজেপি পরিবারের সদস্যদের । তৃণমূল নেতাদের সহযোগিতাতেই এদিন তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হয় ।

এদিন সকালে মাধাইগঞ্জ কোলিয়ারি চত্বরে ঘর ছাড়া বিজেপি কর্মী-সমর্থকেরা জড়ো হন । সেখানে তাঁদের স্বাগত জানান শাসকদলের ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়, দলের স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, কাঞ্চন দাসসহ অন্যান্য তৃণমূল নেতারা । সুজিতবাবু নিজের হাতে ঘরে ফেরা বিজেপি কর্মী সমর্থকদের মিষ্টি খাওয়ান । উল্লেখ্য ২ মে বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন এলাকাছাড়া হন বিজেপি কর্মী সমর্থকরা । তৃণমূলের লাগামছাড়া সন্ত্রাসের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন বিজেপির কর্মী-সমর্থকেরা বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছিল ।

এদিন কিন্তু উল্টো সুর শোনা গেল ঘরে ফেরা বিজেপি কর্মী সমর্থকদের গলায় । বিজেপি কর্মী সরোজ বাউরি, মনোজ ঘোষ বলেন, ‘‘তৃণমূলের সন্ত্রাসের জন্য নয়, ভয় পেয়ে নিজেরাই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলাম । বাড়ি ফেরানোর জন্য বিজেপি নেতাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম । কিন্তু নেতারা কোনও সহযোগিতা করেননি ।’’

টিএমসি নেতারা মিষ্টিমুখ করিয়ে বাড়ি ফেরালো ঘরছাড়া আটটি বিজেপি পরিবারের সদস্যকে

অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন, ‘‘ঘরছাড়া বিজেপি পরিবারগুলির সদস্যরা ঘরে ফেরার জন্য ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন । আমি বিষয়টি দল ও এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জানিয়েছিলাম । সবাই মিলে আলোচনা করে তাঁদের বাড়ি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় দল ।’’ বাড়ি ফেরার পর পরিবারগুলি যাতে কোন সমস্যার সম্মুখীন না হয় সেই বিষয়টিও দল দেখবে বলে জানান সুজিত বাবু ।

আরও পড়ুন :বাড়ি বা বহুতল তৈরিতে বৃক্ষ নিধনে শাস্তি, জানিয়ে দিলেন মুখ্য বনপাল

বাড়ি ফেরা বিজেপি পরিবারগুলির সদস্যদের কাছে জানতে চাওয়া হয় তারা তৃণমূলে যোগ দেবেন কিনা, এই বিষয়ে সরোজ বাউরি, মনোজ ঘোষরা জানান, এখনই কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার চিন্তাভাবনা নেই ,তবে সুযোগ দিলে তাঁরা অবশ্যই তৃণমূলে যোগ দেবেন । আর কোনওদিন বিজেপির সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখবেন না বলে তাঁরা সাফ জানিয়ে দেন ।

ABOUT THE AUTHOR

...view details