পরিষেবা না মেলায় দুয়ারে সরকারের ক্যাম্পে ভাঙচুর তৃণমূল নেতাদের দুর্গাপুর, 1 এপ্রিল: বিগতদিনের দুয়ারে সরকারে আবেদনের পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা ৷ এবারের দুয়ারে সরকারে ক্যাম্পে বিদ্যুৎ বিভাগের টেবিল উলটে কর্মীদের তীব্র ধমক এবং ফিরে যাওয়ার হুঁশিয়ারি পঞ্চায়েত সদস্য এবং অঞ্চল সভাপতির । ঘটনায় উত্তেজনা ছড়াল কাঁকসার বিদবিহারের কৃষ্ণপুরে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামতে হল কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশকে ।
শনিবার ফের রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি । গত পাঁচ মাস আগে বিদবিহারের শিবপুরের রায়ডাঙা এলাকায় 2টি পরিবার আবেদন করেছে । কিন্তু পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরেও মেলেনি বিদ্যুৎ পরিষেবা । বিদ্যুৎ না মেলায় ক্ষোভের মুখে পড়তে হচ্ছে এলাকার পঞ্চায়েত সদস্য স্বপন সূত্রধর এবং অঞ্চল সভাপতি কাজল শেখকে । শনিবার দুয়ারে সরকার কর্মসূচি চলছিল । সেখানে সমস্ত দফতরের পাশাপাশি ক্যাম্প করেছিল বিদ্যুৎ দফতরও । সেই ক্যাম্প শুরু হওয়া মাত্রই বিদ্যুৎ দফতরের কর্মীদের ওপর ক্ষোভের আঁচ পড়ে । উলটে দেওয়া হয় নথিপত্র-সহ টেবিল । বিদ্যুৎ দফতরের কর্মীদের ধমক দেয় এলাকার দুই দাপুটে তৃণমূল নেতা । যতক্ষণ না পযন্ত বিদ্যুৎ মিলছে ততক্ষণ দুয়ারে সরকার কর্মসূচিতে বিদ্যুৎ দফতরের কর্মীদের বসতে দেওয়া হবে না বলে তাঁরা দাবি করেন ।
অন্যদিকে বিদ্যুতের জন্য আবেদনকারী অজিত বাগদি অভিযোগ করেন, "পাঁচ মাস আগে বিদবিহারে দুয়ারে সরকার কর্মসূচিতে বিদ্যুতের জন্য আবেদন করেছিলেন । পাঁচ মাস পেরিয়েছে কিন্তু মেলেনি বাড়িতে বিদ্যুৎ পরিষেবা । পুনরায় আবেদন করতে বলা হয় এবং দ্রুত বিদ্যুৎ পৌঁছনোর আশ্বাস দেন ।" কাঁকসার তৃণমূলের সহ-সভাপতি হিরন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, এতদিন ধরে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে ৷ কর্মসূচিতে এই ধরনের ঘটনা আগে ঘটেনি ৷ তবে বিদবিহারে দুয়ারে সরকার কর্মসূচিতে কী ঘটেছে তিনি খোঁজ নিয়ে দেখছেন ।
তবে এই ইস্যুতে সুর ছড়িয়েছে বিরোধীরা । বিজেপি নেতা ভগিরথ ঘোষ বলেন, "পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ । আর সরকারের বিরুদ্ধে তাই ক্ষোভ দেখাচ্ছে তৃণমূল ৷ এটাই তার প্রমাণ ।" গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, সরকারের পক্ষ থেকে কোনও গাফিলতি নেই । সরকারি কর্মীরাই গাফিলতি করছেন ৷ আর তার ফল ভোগ করতে হচ্ছে গ্রামের মানুষদের । আর যেহেতু তিনি জনপ্রতিনিধি তাই গ্রামের মানুষদের ক্ষোভের জবাব দিতে হচ্ছে তাঁকেই । মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় অবশ্য এই বিষয়টিকে পজিটিভ দিক বলে জানান । তিনি বলেন, "দুয়ারে সরকারে যে কাজ হচ্ছে তার প্রমাণ এই ঘটনা । সামান্য কাজ না হলেই মানুষ বলবার জায়গা পাচ্ছেন ।"
আরও পড়ুন:800টি প্রকল্পের মধ্যে সেরা ! প্ল্যাটিনাম পুরস্কার এল দুয়ারে সরকারের ঝুলিতে