পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ভারতমাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লেখা থাকবে" - undefined

রামনবমী নিয়ে রাজনীতি করছে না তৃণমূল। রাম ভগবান। তিনি কারও একার সম্পত্তি নন। বলছেন, তৃণমূল নেতা।

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 14, 2019, 6:10 AM IST

Updated : Apr 14, 2019, 7:49 AM IST

দুর্গাপুর, 14 এপ্রিল : "আগামী 10 বছরের মধ্যে ভারতমাতা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লেখা থাকবে।" এই মন্তব্য করলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়। গতকাল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে প্রচার করেন উত্তম মুখোপাধ্যায়। যোগ দেন দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহার রামনবমীর একটি অনুষ্ঠানে। সেখানেই এই মন্তব্য করেন তিনি।

তৃণমূলের রামনবমীর অনুষ্ঠান উদযাপনকে কটাক্ষ করে BJP। দুর্গাপুরের তৃণমূল নেতাদের কটাক্ষ, "ভূতের মুখে রাম নাম। ওরা কি রামনবমীও হাইজ্যাক করতে চাইছে?" BJP-র এই কটাক্ষের উত্তর দিতে গিয়ে উত্তম মুখোপাধ্যায় বলেন, "আমাদের কিছু হাইজ়্যাক করতে হয় না। যাদের ভয় থাকে তারাই হাইজ্যাক বলে। ভগবান আমাদের সঙ্গে আছে। রাম কারও একার নয়। আমরাও ঈশ্বরে বিশ্বাসী। আর মোদিবাবুকে বলুন, আগামী 10 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভারতমাতা হিসেবে দেওয়ালে লেখা থাকবে। ইতিহাসে তা লেখা থাকবে।"

বাঁ দিকে দাঁড়িয়ে উত্তম মুখোপাধ্যায়

প্রচারে রামনবমীকে ব্যবহার কি রাজনৈতিক স্বার্থেই? উত্তরে উত্তমবাবু বলেন, "রামকে নিয়ে রাজনীতি করছি না। ঠাকুরঘর একটাই থাকে। সেখানে ভগবানের প্রার্থনা যারা করে তারাই যায়। ভগবানের আশীর্বাদ চাইতে এসেছি। এর সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দেওয়া উচিত নয়।"

উত্তম মুখোপাধ্যায়
Last Updated : Apr 14, 2019, 7:49 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details