পশ্চিমবঙ্গ

west bengal

তৃণমূল কাউন্সিলরকে গালিগালাজ দলীয় নেতার, মারধরের হুমকি

By

Published : Sep 16, 2019, 11:02 PM IST

Updated : Sep 17, 2019, 6:55 AM IST

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক যুবক ৷ তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা ৷ সেই অবরোধ তুলতে গেছিলেন ফাঁড়ির IC ৷ উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর ৷ কিন্তু তাঁকেই আঙুল তুলে গালিগালাজ করলেন স্থানীয় তৃণমূল নেতা ৷ মারধরেরও হুমকি দেন ৷

পূর্ণেন্দু রায়

কুলটি, 16 সেপ্টেম্বর : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক যুবক ৷ তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়রা ৷ নেতৃত্ব দিচ্ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ৷ সেই অবরোধই তুলতে গেছিলেন ফাঁড়ির IC ৷ খবর পেয়ে পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজা চ্যাটার্জি ৷ কিন্তু তাঁকেই আঙুল তুলে গালিগালাজ করলেন স্থানীয় ওই তৃণমূল নেতা ৷ মারধরেরও হুমকি দেন ৷ বলেন, "মেরে ঘুছিয়ে দেব ৷" কুলটি থানার লছিপুর এলাকার ঘটনা ৷

আজ রাতে কুলটির লছিপুর সংলগ্ন বেলরুই রায় পাড়ায় এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৷ স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিদ্যুতের পোলগুলি শর্টসার্কিট হয়ে রয়েছে ৷ ওই যুবক আজ ঝড়-বৃষ্টিতে এলাকা দিয়ে যাওয়ার সময় একটি পোলে হাত দেন ৷ তারপরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান ৷ স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

খবর পেয়ে ঘটনাস্থানে আসে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ৷ তখনই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে ৷ স্থানীয় তৃণমূল নেতা তথা কুলটি পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পূর্ণেন্দু রায়ের নেতৃত্বে পুরোনো জি টি রোড অবরোধ করেন স্থানীয়রা ৷ সেই অবরোধ তুলতে ঘটনাস্থানে পৌঁছান নিয়ামতপুর ফাঁড়ির IC পলাশ মণ্ডল ৷ পৌঁছান স্থানীয় তৃণমূল কাউন্সিলর রাজা চ্যাটার্জি ৷ সেইসময় তাঁর দিকে আঙুল তুলে গালিগালাজ করেন তৃণমূল নেতা পূর্ণেন্দু রায় ৷ এমন কী, তাঁকে মারধরের হুমকি দেন ৷ বলেন, "মেরে ঘুচিয়ে দেব ৷" IC পলাশ মণ্ডল সেইসময় পূর্ণেন্দু রায়কে আঙুল নামিয়ে নিতে বলেন ৷

তৃণমূল নেতা পূর্ণেন্দু রায় বলেন, "IC পলাশ মণ্ডল বিষয়টি তদন্ত করার কথা দিয়েছেন ৷ সেই কারণেই অবরোধ তুলে নিলাম ৷"

যদিও ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে চাননি কাউন্সিলর রাজা চ্যাটার্জি ।

Last Updated : Sep 17, 2019, 6:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details