পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AMC Election 2022 : ভোল বদল বিক্ষুব্ধ তৃণমূল নেতার, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার - TMC leader of asansol withdraws nomination as independent candidate in asansol municipal election

আসানসোল পৌরভোটে (Asansol Municipal Corporation Election) নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার তৃণমূল নেতা মীর হাসিমের ৷

Asansol Municipal Election
ভোল বদল মীর হাসিমের, নির্দল হিসেবে মনোনয়ন প্রত্যাহার

By

Published : Jan 7, 2022, 10:20 AM IST

আসানসোল, 7 জানুয়ারি: পৌর ভোটের প্রার্থী তালিকা প্রকাশের দিন থেকে যে নাটক শুরু হয়েছিল সেই নাটকের যবনিকা পতন হল মনোনয়ন প্রত্যাহারের দিন । শেষ পর্যন্ত আসানসোল পৌরনিগমের নির্বাচনে (Asansol Municipal Corporation Election) নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা মীর হাসিম । মনোনয়ন প্রত্যাহার করার পর তিনি জানিয়েছে, তাঁর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে জয়ী করতে তিনি কাজ করবেন ৷

আসানসোল পৌরনিগমের প্রাক্তন মেয়র পরিষদ মীর হাসিমকে এবারের নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল ৷ তাঁর পরিবর্তে 59 নম্বর ওয়ার্ডে কাঞ্চন রায়কে প্রার্থী করে ঘাসফুল শিবির । প্রার্থী তালিকায় নাম না থাকায় বেজায় ক্ষিপ্ত হন মীর হাসিম ও তাঁর অনুগামীরা । দলের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ও মীর হাসিমকে পুনরায় প্রার্থী করার জন্য রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে চিঠি দিয়েছিলেন । কিন্তু তারপরেও প্রার্থী বদল করেনি তৃণমূল ৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মীর হাসিম । তাঁর দাবি ছিল, নির্দল হিসেবে জিতে তিনি তৃণমূলেই যোগ দেবেন ।

ভোল বদল মীর হাসিমের, নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার

আরও পড়ুন : বাড়ছে কোভিড, কেমন চলছে আসানসোলে ভোট প্রচার ?

কিন্তু পরে সিদ্ধান্ত বদল করেন তিনি ৷ বৃহস্পতিবার প্রত্যাহার করে নেন নিজের প্রার্থী পদ ৷ প্রার্থীপদ প্রত্যাহারের পর মীর হাসিম বলেন, "আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি । সামান্য ভুল বোঝাবুঝির কারণে আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছিলাম । কিন্তু সেই মনোনয়ন প্রত্যাহার করলাম । আমি আমার ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে জেতানোর সর্বোতভাবে চেষ্টা করব ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details