জামুড়িয়া, 15 জুলাই : কাটমানি না পাওয়ায় আসানসোল পৌরনিগমের জল প্রকল্পের কাজে যুক্ত সুপারভাইজ়ার ও কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে । জখম হয়েছেন সুপারভাইজ়ার সহ দু'জন । আক্রান্তদের প্রথমে ভরতি করা হয় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে । সেখান থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় আসানসোল জেলা হাসপাতালে ।
আসানসোল পৌরনিগমের জল প্রকল্পের পাইপ লাইন পাতার কাজ চলছিল জামুড়িয়ার সাকড়ি কুমারডিহি এলাকায় । কাজ চলাকালীন জামুড়িয়ার হিজালগড়া পঞ্চায়েতের সদস্য ধনঞ্জয় গড়াই ও তাঁর অনুগামীরা সুপারভাইজ়ার তাপস দাসের কাছে কাটমানি দাবি করেন । তাঁরা বলেন, "গ্রামের মাটি খুঁড়ে পাইপ লাইন বসানো হচ্ছে তাই টাকা দিতে হবে ।" তাপসবাবু টাকা দিতে অস্বীকার করেন ।