পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Leader Arrest : বৌভাতের অনুষ্ঠানে যুবকের মৃত্যু, জামুড়িয়ায় গ্রেফতার তৃণমূল নেতা - TMC Leader Arrest

জামুড়িয়ায় বৌভাতের অনুষ্ঠানে যুবকের মৃত্যুতে গ্রেফতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ (TMC Leader Arrest) ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাগডিয়া গ্রামে ৷ tmc leader arrested

paschim bardhaman
ধৃত তৃণমূল নেতা

By

Published : May 16, 2022, 10:39 AM IST

জামুড়িয়া, 16 মে : বৌভাতের অনুষ্ঠানে খেতে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ ৷ আর তা থামাতে গিয়েই শনিবার মৃত্যু হয় এক যুবকের ৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল পরিচালিত জামুড়িয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ যদুপতি পালকে গ্রেফতার করেছে পুলিশ (TMC Leader Arrested due to a Youth Died at Jamuria)৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাগডিয়া গ্রামে ৷

পরিবার সূত্রে খবর, বর্ধমানের বাসিন্দা রবি হারান চৌধুরি (29) নামে ওই যুবক 13 মে শুক্রবার জামুড়িয়ায় পিসির বাড়িতে সপরিবারে বৌভাতের অনুষ্ঠানে আসেন । সেই রাতে পরিবারের সদস্যরা সবার শেষে খেতে বসলে খাবার দিতে অস্বীকার করে ক্যাটারিংয়ের কর্মীরা । তা নিয়েই বচসার সৃষ্টি হয় । পরে কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে পরিণত হলে থামাতে যান রবি । সেই সময় তাঁকে লাঠিসোটা দিয়ে মারধর করে ক্যাটারিংয়ের কর্মীরা । রবি ছাড়াও ওই পরিবারের আরও দুজন আহত হন ।

আরও পড়ুন :Marriage Ceremony Clash Death : বউভাতে ক্যাটারিং কর্মী-আত্মীয়দের সংঘর্ষ, ঝামেলা থামাতে গিয়ে মৃত্যু যুবকের

এরপর তিনজনকেই রাতে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয় । শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করেন রবি । ফের সঙ্গে সঙ্গে তাঁকে আবার ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন । পরিবারের দাবি, ক্যাটারারদের মারেই প্রাণ হারিয়েছেন রবি হারান চৌধুরি (29) ।

বৌভাতের অনুষ্ঠানে যুবকের মৃত্যুতে তৃণমূল নেতার গ্রেফতারির ঘটনায় মন্ত্রী মলয় ঘটকের প্রতিক্রিয়া

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি । এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল পরিচালিত জামুড়িয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ ৷ এই নিয়ে আইনমন্ত্রী মলয় ঘটকের বক্তব্য (Reaction of Moloy Ghatak on TMC Leader Arrest at Jamuria), "অপরাধ করলে সে যে দলেরই হোক তাকে শাস্তি পেতে হবে ।"

আরও পড়ুন :Durgapur Theft : দিনে-দুপুরে চুরি, সোনার গয়না, টাকা নিয়ে পালাল চোর

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details