দুর্গাপুর, 23 এপ্রিল : "তৃণমূলের জন্যই আমরা এখানে এসেছি । তৃণমূলই হল ভবিষ্যত ।" আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের হয়ে প্রচারে এসে একথা বললেন রিয়া সেন । গতকাল রাতে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত বহুলা মাঠে তৃণমূল কংগ্রেসের প্রচার সভা ছিল । জনসভায় উপস্থিত ছিলেন মুনমুন সেনের দুই মেয়ে রিয়া ও রাইমা সেন । ছিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় । জনসভায় উপস্থিত ছিলেন না প্রার্থী মুনমুন সেন ।
তৃণমূল কংগ্রেস হল ভবিষ্যৎ : রিয়া সেন - bjp
আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের হয়ে প্রচারে এসে রাইমা সেন বললেন, "তৃণমূলই হল ভবিষ্যত ।"
এই জনসভাকে আকর্ষক করে তুলতে মাঝে মাঝে বাজল ভোজপুরি গান আর সে-গানেই জনতার নাচ ছিল নজর কাড়ার মতো । ভোজপুরি গানের সাথে নাচের তালে মেতে উঠেছিল খনি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা । মুনমুন সেনের মেয়ে রিয়া সেন বলেন, "আমরা এখানে এসেছি তৃণমূলের জন্য । কারণ তৃণমূল কংগ্রেসই হল ভবিষ্যত ।" মুনমুন সেন 2014 লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে জয়লাভ করেন । এবারেও কি মায়ের জয়ের ব্যাপারে আশাবাদী তাঁরা? এই প্রসঙ্গে রিয়া বলেন, "খুবই আশাবাদী ।" আজ রিয়া ও রাইমা আসানসোল লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মুনমুন সেনের সমর্থনে রোড- শো করবেন বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে ।