পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

থানা ঘেরাও নিয়ে কুলটিতে শাসকদলের অন্দরেই ক্ষোভ

থানা ঘেরাও করাকে কেন্দ্র করে কুলটিতে তৃণমূল যুব কংগ্রেস নেতা এবং তৃণমূলের ব্লক সভাপতির মধ্যে মতানৈক্য ৷

tmc internal clash
tmc internal clash

By

Published : Nov 1, 2020, 11:04 PM IST

আসানসোল, 1 নভেম্বর : এক যুবকের আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীদের গ্রেপ্তারের দাবিতে কুলটিতে তৃণমূল যুব কংগ্রেস নেতার নেতৃত্বে থানা ঘেরাও নিয়ে শাসকদলের অন্দরেই মতানৈক্য ৷ কুলটির তৃণমূল ব্লক সভাপতি জানান, থানা ঘেরাও করাকে সমর্থন করছেন না ।

28 অক্টোবর আপার কুলটি এলাকার বাসিন্দা চন্দন শর্মা নামে এক যুবক আত্মহত্যা করেন । তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব দাবি করে, চন্দন তাঁদের দলের কর্মী ছিলেন৷শুধু তাই নয়, চন্দন শর্মার আত্মহত্যার ঘটনার সঙ্গে BJP জড়িত বলে অভিযোগ ওঠে । কুলটি থানায় চার জনের নামে অভিযোগ দায়ের করা হয় । সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ । একজন এখনও পলাতক । আজ ওই ঘটনার প্রতিবাদে এবং অধরা আরও এক অভিযুক্তকে ধরার দাবিতে কুলটি থানা ঘেরাও করে তৃণমূল যুব কংগ্রেস ।

থানা ঘেরাও নিয়ে কুলটিতে শাসকদলের অন্দরেই ক্ষোভ

তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় বলেন, "শান্তিপূর্ণ কুলটিতে BJP সন্ত্রাস ছড়াচ্ছে । আর সেই সন্ত্রাসের বলি হল আমাদের এক কর্মী । চন্দন শর্মার আত্মহত্যার ঘটনায় পুলিশ চার জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে । আরও একজন দ্রুত গ্রেপ্তার হবে বলে পুলিশ আমাদের আশ্বাস দিয়েছে । আমরা সামগ্রিকভাবে সন্ত্রাস ও অশান্তির বিরুদ্ধে পুলিশের হস্তক্ষেপ দাবি করেছি ।"

অন্যদিকে তৃণমূল যুব কংগ্রেসের এই থানা ঘেরাও নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন তৃণমূলের কুলটি ব্লক সভাপতি বিমান আচার্য । বিমানবাবু ক্ষুব্ধ হয়ে বলেন, "আমার চাপে বড়বাবু তো তিনজনকে গ্রেপ্তার করেছে । একজন গ্রেপ্তার হয়নি বলে থানা ঘেরাও করা ঠিক নয় । আমি এটাকে সমর্থন করি না । আমার কাছে থানা ঘেরাওয়ের কোনও খবর ছিল না ৷

ABOUT THE AUTHOR

...view details