রানিগঞ্জ, ১২ মার্চ : সার্টিফিকেট নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ ও TDB কলেজের TMCP ছাত্রনেতার মধ্যে হাতাহাতি হয়। মেয়র পারিষদকে চড়ও মারেন ওই ছাত্রনেতা। আজ সকালে ঘটনাটি ঘটে রানিগঞ্জের শিশু বাগান এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে রানিগঞ্জ থানার পুলিশ।
আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ বলেন, আজ সকালে তিনি শিশুবাগান এলাকায় চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় হঠাৎ TDB কলেজের ছাত্রনেতা শুভম পান্ডের সঙ্গে বেশ কয়েকজন সেখানে আসে। এবং তাঁর উপর চড়াও হয়। মেয়র পারিষদকে চড় মারেন শুভম। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা দিব্যেন্দুকে আহত অবস্থায় রানিগঞ্জের সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। শুভমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন দিব্যেন্দু।
দিব্যেন্দু বলেন, "আজ সকালে হঠাৎ আমার কাছে একটা ফোন আসে। শুভম পান্ডে নামে একজনের ফোন আসে। তাকে বলি যে, আমি চায়ের দোকানে বসে আছি। তোমরা এসে কথা বলতে চাইলে এখানে এসে কথা বলতে পারো। তারপর তারা এখানে এসে আচমকা আমার উপর হামলা চালায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। আমি রায়গঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি। বলেছি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। এরা কুখ্যাত সমাজবিরোধী বলে পরিচিত। আমি ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। মেয়রকে জানিয়েছি। জেলা সভাপতিকেও জানিয়েছি।"
কলেজের তৃণমূলের ছাত্রনেতা শুভম পান্ডে বলেন, "TDB কলেজের এক ছাত্র তিতাস ব্যানার্জি ১০ দিন ধরে দিব্যেন্দু দা'র কাছে দৌড়াচ্ছে নিজের ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য। গতরাতে উঁচু গলায় ও দিব্যেন্দুদা'র সঙ্গে কথা বলে ফেলে। তাই দিব্যেন্দুদা ওকে রাস্তাতেই মারধর করে। গালিগালাজ করে। আজ সকালে আমি তিতাসকে নিয়ে যাই দিব্যেন্দুদা'র কাছে। কিন্তু আমার সঙ্গেও খারাপভাবে ব্যবহার করে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে রাগের মাথায় আমি ওকে এক থাপ্পড় মেরেছি। তার জন্য পুলিশ প্রশাসন যদি আমাকে শাস্তি দেয়, আমি শাস্তি পেতে রাজি আছি। দলের কর্মীদের সাথেই যদি উনি এরকম ব্যবহার করেন, সাধারণ মানুষের সঙ্গে উনি কী ব্যবহার করেন।"