পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাছ কাটা নিয়ে সংঘর্ষ, পঞ্চায়েত প্রধানকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা

গাছ কাটা ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুধু দ্বন্দ্ব নয় প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন রানিগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া ও রতিবাটি গ্রাম পঞ্চায়েত প্রধান সুরেন্দ্র নুনিয়া।

গাছ কাটা নিয়ে সংঘর্ষ

By

Published : Mar 7, 2019, 4:43 AM IST

রানিগঞ্জ, ৭ মার্চ : গাছ কাটা ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শুধু দ্বন্দ্ব নয় প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন রানিগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া ও রতিবাটি গ্রাম পঞ্চায়েত প্রধান সুরেন্দ্র নুনিয়া। ঘটনাটি রতিবাটি পঞ্চায়েত এলাকার।

রানিগঞ্জের রতিবাটি পঞ্চায়েত এলাকার চাপুই গ্রামে বেশ কয়েকজন গাছ কাটছিল বলে খবর পান সুরেন্দ্রবাবু। সেখান থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব ছড়ায়। শুরু হয় বিনোদের সঙ্গে সুরেন্দ্রর হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ।

পঞ্চায়েত প্রধান সুরেন্দ্র নুনিয়া জানান, গতকাল বিকেলে রতিবাটি পঞ্চায়েতের অন্তর্গত চাপুই গ্রামে বেশ কয়েকজন গাছ কাটছিল বলে অভিযোগ পান। এরপর ঘটনাস্থানে গিয়ে তিনি প্রথমে গাছ কাটা বন্ধ করেন। তারপরই বিনোদবাবু লোকজন নিয়ে বেধড়ক মারধর করেন বলে তাঁর অভিযোগ। এমন কী, তাঁর পায়ের উপর গাছের গুঁড়ি ফেলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা ECL-র সাতগ্রাম এরিয়া হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। রানিগঞ্জ থানায় বিনোদের বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছেন সুরেন্দ্র।

অন্যদিকে বিনোদ বলেন, "পঞ্চায়েত প্রধানের সঙ্গে কয়েকজনের মারামারির কথা শুনেছি। এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই।"

ABOUT THE AUTHOR

...view details