কলকাতা ও আসানসোল, 14 অগস্ট: সোশাল মিডিয়ায় তৃণমূলের স্বাধীনতার পোস্টারে বাদ পড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলাম। আর তা নিয়ে বিতর্কের ঝড় চলছে ফেসবুকে । শুধু তাই নয় বাদ পড়েছেন ভীমরাও আম্বেদকরও (TMC Independence Day Poster Without Rabindranath Nazrul Islams Picture)। তবে তৃণমূল সূত্রে বলা হয়েছে এই পোস্টারটি দলের কেউ তৈরি করেননি। যারা শেযার করছেন এটা তাদের বিষয় ।
গত দু'দিন ধরে সোশাল মিডিয়ায় একটি পোস্টার ভাইরাল হয়েছে । বিশেষ করে তৃণমূল নেতারাই এই পোস্টারটি ফেসবুক, হোয়াটস অ্যাপে সবাইকে পাঠাচ্ছেন বা ট্যাগ করছেন একটি অনুরোধ নিয়ে । তা হল স্বাধীনতার 75তম বর্ষে সবাই এই পোস্টারটি নিজের প্রোফাইল পিকচার করুন । তৃণমূলের নেতাদের প্রোফাইলে লাগানোও ওই পোস্টার । আর বিতর্ক ছড়িয়েছে এই পোস্টার ঘিরেই । পোস্টারটিতে নেতাজী সুভাষ চন্দ্র থেকে শুরু করে ক্ষুদিরাম-সহ বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি দেওয়া হলেও সেখানে স্থান পায়নি রবীন্দ্রনাথ ঠাকুর বা নজরুল ইসলামের মুখ । অনেকেই বলছেন, স্বাধীনতা সংগ্রামে এই দুজনের অবদান অনস্বীকার্য । আর তাই তাঁদের ছবি অবশ্যই দেওয়া উচিত ছিল ।
এ প্রসঙ্গে তৃণমূলকে কড়া আক্রমণ করলেন আসানসোলের বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারি । তিনি বলেন,"যদি জনরোষের ভয় না থাকত তাহলে তৃণমূল ওখানে অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায়ের ছবি ব্যবহার করত ।" পালটা রানিগঞ্জের বিধায়ক তথা আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সভাপতি তাপস বন্দোপাধ্যায় বলেন, "রবীন্রনাথ আমাদের হৃদয়ে । নজরুল আছেন চেতনায় । আমরা সংবিধান মেনে চলি। কোনও কারণে ওই দুটো ছবি দেওয়া হয়নি । তার মানে আমরা ওঁদের অশ্রদ্ধা করি এমনটা নয়। যাঁরা এই তুলছেন তাঁরা হয় মধ্যমেধার বা নিম্নমেধার । তাঁরা আগে স্বাধীনতার ইতিহাসটা পরে দেখুন ।"
আরও পড়ুন:নির্বাচনী হলফনামায় প্যান নম্বর বদল করেছেন মমতা, অভিযোগ সিপিএমের
খোদ দেশের জাতীয় সঙ্গীত যাঁর রচিত, তিনিই বাদ পড়লেন তৃণমূলের স্বাধীনতার প্রচার পোস্টার থেকে । এমন কথা ঘুরছে সোশ্যাল মিডিয়ায় । অনেকেই প্রশ্ন তুলছেন, সংবিধানের প্রণেতা ভীমরাও আম্বেদকরের ছবি নেই কেন? বিরোধীরা বিষয়টিকে নিয়ে লেখালেখি শুরু করেছে সোশ্যাল মিডিয়ায় । যদিও ওই পোস্টারটি তৃণমূল দ্বারাই প্রচারিত, এমন কোনও উল্লেখ নেই । কিন্তু এটাও ঠিক তৃণমূলের নেতা নেত্রীরাই ওই পোস্টারটি প্রচারে এনেছেন ।