মনোনয়নপত্র দিতে আসা বিরোধীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা তৃণমূলের সালানপুর (আসানসোল), 12 জুন: রাজ্যজুড়ে যখন একের পর এক মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে উত্তেজনার ছবি সামনে আসছে তখন একেবারেই অন্য ছবি দেখা গেল সালানপুর ব্লকে। দু'দিন আগেই চরম উত্তেজনার ছবি দেখা গিয়েছিল মুর্শিদাবাদের ডোমকল, পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লকে। সিপিএমের পক্ষ থেকে মনোনয়নপত্র করতে যাওয়া হলে তৃণমূল বাধা দেয় বলে অভিযোগ ৷ সিপিএম প্রতিহত করার চেষ্টা করলে দু'পক্ষের মধ্যে হাতাহাতিও বেঁধে যায়। সেই বারাবনি বিধানসভারই সালানপুর ব্লকে এবার দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। ষেখানে শাসক দল স্বাগত জানাচ্ছে বিরোধীদের মনোনয়ন করবার জন্য।
সোমবার মনোনয়ন পর্ব শুরু হতেই সালানপুরের তৃণমূল নেতা ভোলা সিং এবং মহম্মদ আরমানের নেতৃত্বে স্থানীয় মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা সালানপুর ব্লক অফিসের সামনে বিরোধীদের স্বাগত জানাতে পৌঁছে যান। বিরোধীরা মনোনয়ন করতে এলে তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুধু তাই নয় প্রচণ্ড গরমে মনোনয়ন করতে আসা বিরোধী প্রার্থীদের হাতে তুলে দেওয়া হয় পানীয় জলের বোতল।
আবার মনোনয়ন করে ফেরার পথে বিরোধী প্রার্থীদের চাও খাওয়ানো হয়। দিকে দিকে যখন মনোনয়ন ঘিরে উত্তেজনা তখন কেন এমন উদ্যোগ? এ প্রশ্নের উত্তরে স্থানীয় তৃণমূলতা ভোলা সিং বলেন, "আমরা শুনছি বিভিন্ন দিকে অভিযোগ উঠছে নাকি মনোনয়ন করতে বাধা দেওয়া হচ্ছে। আসলে সবই অপপ্রচার। মানুষ জানে কাকে ভোট দেবে। তৃণমূল এত উন্নয়ন করেছে। বিরোধীদের বাধা দিতে হবে কেন। বিরোধীরা এমনতেই হারবে। আমরা এখানে বিরোধীদের স্বাগত জানাচ্ছি। যে আসুন মনোনয়ন জমা করুন। মানুষ যাকে ভোট দেবে সেই তো জিতবে।"
আরও পড়ুন:মতুয়া ঠাকুরবাড়ির সংঘর্ষ নিয়ে পুলিশকর্তাদের 'হুমকি' শুভেন্দুর
বিষয়টিকে স্বাগত জানিয়েছেন বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরাও। সিপিএম প্রার্থী গণেশ পণ্ডিতের কথা, "এভাবেই তো ভোট হওয়া উচিত। উৎসবের আমেজে ভোট হোক। এমনটাই আমরা চাই। এই এলাকা শান্তিপূর্ণ এলাকা। এখানে কখনোই অশান্তি হয়নি। তাছাড়া তৃণমূলের এই উদ্যোগকে আমরাও স্বাগত জানাই।" একইভাবে বিজেপি প্রার্থী বিপ্লব দাস বলেন, "মনোনয়ন করতে এসেছি কোনও বাধা পাইনি। পরিবর্তে গোলাপ ফুল এবং পানীয় জল পেয়েছি। খুব ভালো লাগছে।" রাজ্যজুড়ে যখন পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে দিকে দিকে অশান্তির চিত্র, তখন সালানপুর ব্লকের তৃণমূল নেতারা সত্যি নজির গড়লেন।