দুর্গাপুর, 3 মে: এবার আর মন্ত্রী কিম্বা বড় নেতাদের হাত ধরে মুখ বন্ধ খামে বায়োডাটা দেখেই প্রার্থী বাছাই হবে না।পঞ্চায়েত নির্বাচনের আগেই কড়া অবস্থান তৃণমূল কংগ্রেস শিবিরের ৷ সূত্রের খবর, শুধু পঞ্চায়েত নির্বাচন নয়, দুর্গাপুর নগর নিগমের নির্বাচনেও ভোটের প্রার্থী বুঝেশুনে ঘোষণা করা হবে ৷
তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান ইন কমান্ড, পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের জেলায় জেলায় পঞ্চায়েতে পছন্দের প্রার্থী খুঁজতে জনতার দরবারে। কিন্তু শুধু কি পঞ্চায়েত ভোটের কারণেই এইভাবে প্রার্থী নির্বাচন? তৃণমূল কংগ্রেসের অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, দুর্গাপুর নগর নিগমের 43টি ওয়ার্ডের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস বেশ কিছু স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। 60 বছরের ঊর্ধ্বে যাঁরা এতদিন পর্যন্ত দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলর অথবা এমআইসি ছিলেন তাঁদের আর টিকিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাসক দল ৷
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুর নগর নিগমের প্রার্থী বাছার ক্ষেত্রে পুলিশের গোয়েন্দা বিভাগের গোপন রিপোর্ট একটা বড় ফ্যাক্টর। এই রিপোর্টে বেশ কিছু প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছে। সেই সমস্ত কাউন্সিলরদের আগামী দিনে আর দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে দলীয় টিকিট দেওয়া যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সূত্র মারফত আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই দুর্গাপুর নগর নিগমের নির্বাচনের জন্য বেশ কিছু প্রার্থীর নাম পশ্চিম বর্ধমান জেলার হেভিওয়েট নেতাদের হাত ধরে তৃণমূল ভবনে পৌঁছলেও তাঁদেরকে যে প্রার্থী করা হবে এমন কোন আলোচনা দলের মধ্যে হয়নি।