দুর্গাপুর, 3 অগস্ট:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, "আগামী 2024 সালে লোকসভা নির্বাচনে ইভিএম হ্যাক করা হতে পারে ৷" দুর্গাপুরের কল্পতরু ময়দানে বিজেপির প্রতিবাদ সভার মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে পালটা মুখ্যমন্ত্রীকে এই ইস্যুতে তীব্র আক্রমণ করেন ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে পালটা তিনি বলেন, "ওরা কয়লা খেয়েছে, বালি খেয়েছে, গরু খেয়েছে, এবার ইভিএম খাওয়ার জন্য রাজ্যজুড়ে প্রশিক্ষণ চালাচ্ছে।"
এদিন দুর্গাপুরের জনসভা থেকে নাম না-করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, "আগে পশ্চিমবঙ্গে ইভিএমের সঙ্গে ভিভি প্যাড বসিয়ে আগে নিজের সততা প্রমাণ করুন। উনি তো আগে কথায় কথায় ইভিএম দিয়ে নির্বাচন করাতে চাইতেন। রাজ্যে সমস্ত পৌরসভা নির্বাচনে ইভিএম দিয়ে ভোট চেয়েছে তৃণমূল কংগ্রেস।" এরপরেই শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, আগামী লোকসভা নির্বাচনে কীভাবে ইভিএম খাওয়া যায়, তার ট্রেনিং চলছে আই-প্যাকের নেতৃত্বে। এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।