পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari Slams TMC: লোকসভা নির্বাচনে ইভিএম খাওয়ার প্রশিক্ষণ চলছে তৃণমূলে, অভিযোগ শুভেন্দুর - পশ্চিমবঙ্গে

দুর্গাপুরের জনসভা থেকে নাম না-করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অভিযোগ, পশ্চিমবঙ্গে ইভিএম'র সঙ্গে ভিভি প্যাড বসিয়ে ভোট করিয়ে মুখ্যমন্ত্রীর উচিৎ আগে নিজের সততা প্রমাণ করা।

Etv Bharat
শুভেন্দু অধিকারী

By

Published : Aug 3, 2023, 9:47 PM IST

দুর্গাপুর, 3 অগস্ট:রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, "আগামী 2024 সালে লোকসভা নির্বাচনে ইভিএম হ্যাক করা হতে পারে ৷" দুর্গাপুরের কল্পতরু ময়দানে বিজেপির প্রতিবাদ সভার মঞ্চে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে পালটা মুখ্যমন্ত্রীকে এই ইস্যুতে তীব্র আক্রমণ করেন ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করে পালটা তিনি বলেন, "ওরা কয়লা খেয়েছে, বালি খেয়েছে, গরু খেয়েছে, এবার ইভিএম খাওয়ার জন্য রাজ্যজুড়ে প্রশিক্ষণ চালাচ্ছে।"

এদিন দুর্গাপুরের জনসভা থেকে নাম না-করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, "আগে পশ্চিমবঙ্গে ইভিএমের সঙ্গে ভিভি প্যাড বসিয়ে আগে নিজের সততা প্রমাণ করুন। উনি তো আগে কথায় কথায় ইভিএম দিয়ে নির্বাচন করাতে চাইতেন। রাজ্যে সমস্ত পৌরসভা নির্বাচনে ইভিএম দিয়ে ভোট চেয়েছে তৃণমূল কংগ্রেস।" এরপরেই শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ, আগামী লোকসভা নির্বাচনে কীভাবে ইভিএম খাওয়া যায়, তার ট্রেনিং চলছে আই-প্যাকের নেতৃত্বে। এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পালটা আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের কল্পতরুর মাঠে বিজেপির প্রতিবাদ সভায় যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আসানসোল পৌরসভা নির্বাচনে ভোট লুট করে তৃণমূল জয়লাভ করেছে।" রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শনী মল্লিককে উচ্চশিক্ষা দফতরের সচিব করা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট বলেন, "রাজনীতিকরণ সম্পূর্ণ হল। চৌর্যবৃত্তি সম্পন্ন হওয়ার পর এবার রাজনীতিকরণ সম্পন্ন হল। প্রদীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে। এটাও দপ করে জ্বলে উঠেছে, এবার নিভবে।"

আরও পড়ুন: ইভিএম হ্যাকিংয়ের পরিকল্পনা করছে বিজেপি, অভিযোগ মমতার

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বিরোধী দলনেতা বলেন, "মুখ্যমন্ত্রী চাকরি দিতে নারাজ ৷ তিনি বেতন দিতে ভালোবাসেন না ৷ তার জায়গায় 500 টাকা করে অনুদান দিতে ভালোবাসেন।" এই প্রতিবাদ সভা থেকে তিনি সিপিএমকেও কটাক্ষ করতে ছাড়েননি। দিল্লিতে কুস্তি আর বাংলায় দোস্তি এই নীতি নিয়ে চলছে সিপিএম, এমন অভিযোগ শোনা গেল এদিন শুভেন্দু অধিকারীর বক্তব্যে। দক্ষিণবঙ্গের কয়লা মাফিয়া লালার টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী'র আ্যকাউন্টে জমা পড়েছে বলে ফের দাবি করেন শুভেন্দু।

ABOUT THE AUTHOR

...view details