পাণ্ডবেশ্বর, 7 জানুয়ারি : এবার বিধায়কের নাম না করে সোশাল মিডিয়ায় পোস্ট করে পাণ্ডবেশ্বরের তৃণমূল ব্লক সভাপতি খোঁচা দিলেন । "সত্যিই চুপ করে থাকার জন্য ভয় পাচ্ছি , ঝেড়ে কাশো তো বাবা , যেতে তো পারি কিন্তু কবে যাব?" গত বুধবার পাণ্ডবেশ্বরের তৃণমূল ব্লক সভাপতি নরেন চক্রবর্তী এমনই পোস্ট করলেন সোশাল মিডিয়ায় । আবারও প্রকাশ্যে এল তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ।
সামনেই বিধানসভা নির্বাচন । তার আগেই পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র-নরেন তরজা বেশ তুঙ্গে । দূরত্ব বাড়তে শুরু করেছে পাণ্ডবেশ্বরের তৃণমূলের বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যে । একে অপরকে কটাক্ষ করতেও ছাড়ছেন না । দলের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির দূরত্ব বাড়তেই রাতারাতি পাণ্ডবেশ্বরের হরিপুরে বিধায়কের কার্যালয় দখলের চেষ্টা করতে থাকেন নরেন্দ্র চক্রবর্তী । এর পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সম্প্রতি মিছিল করতেও দেখা যায় নরেন্দ্রবাবুকে । বিরোধী মিছিল থেকে নরেন্দ্রবাবু বলেন, "এলাকায় ঢুকলে জিতেন্দ্র তিওয়ারির পা ভেঙে দেব ।"