রানিগঞ্জ, 2 জুলাই:পঞ্চায়েত নির্বাচনের প্রচার ঘিরে রবিবার ধুন্ধুমার কাণ্ড ঘটল রানিগঞ্জের রতিবাটিতে । এদিন প্রচার চলাকালীন তৃণমূল এবং বিজেপি পরস্পর মুখোমুখি হয়ে যাওয়ায় দু'পক্ষের মধ্যে প্রথমে স্লোগানের লড়াই এবং তারপর বচসা শুরু হয় ৷ শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছয় ।
ঘটনার খবর পেয়ে এলাকায় যান আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ও বিজেপির জেলা সভাপতি দিলীপ দে । তাঁদের অভিযোগ, রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিনোদ নোনিয়ার নেতৃত্বেই বিজেপির প্রচার মিছিলে হামলা চালানো হয়েছে । যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিনোদ নোনিয়া ।
পঞ্চায়েত ভোটের আগে এদিন শেষ রবিবাসরীয় প্রচার চলছিল আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত রানিগঞ্জের রতিবাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় । বিজেপি প্রার্থীদের নিয়ে মিছিল করার সময় উলটো দিক থেকে তৃণমূলেরও একটি মিছিল আসে । দুটি মিছিল মুখোমুখি হতেই দু'পক্ষের দিক থেকেই সজোরে স্লোগান দেওয়া শুরু হয় । একপক্ষ অন্যপক্ষকে চোর বলে স্লোগান দিতে শুরু করে। ক্রমে উত্তেজনা বাড়তে থাকে ৷ এরপর দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়।