দুর্গাপুর, 15 জুন: স্থানীয়দের বাদ দিয়ে অঞ্চল সভাপতির অনুগামীকে পঞ্চায়েত প্রার্থী করা হয়েছে ৷ তাই অন্ডালের কাজোড়ার আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত সরিষাডাঙা এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে ৷ অন্ডালের কাজোড়া সরিষাডাঙা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে নামে স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকরা ৷
স্থানীয়দের দাবি, তারা সরিষাডাঙা এলাকার উমেশ কোঁড়াকে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসেবে চেয়েছিল ৷ তৃণমূলের ব্লক কমিটির তালিকায় প্রার্থী হিসেবে উমেশ কোঁড়ার নামই ছিল ৷ এর মধ্যে 12 তারিখ সন্ধ্যায় উমেশ কোঁড়ার নাম মুছে দেওয়া হয় এবং সেই জায়গায় অঞ্চল সভাপতি কৌশল সিং-এর অনুগামী বহিরাগত রাজেশ পাসওয়ানের নাম লিখে দেওয়া হয় ৷
এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সরিষাডাঙা এলাকার তৃণমূল কর্মীরা এবং প্রার্থীরা বৃহস্পতিবার সকাল থেকে উমেশ কোঁড়াকে প্রার্থী করার দাবি তুলে পথ অবরোধ করে আন্দোলন শুরু করে দেয় ৷ অভিযোগ ওঠে স্থানীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ৷ কোনওভাবেই রাজেশ পাসওয়ানকে এলাকায় প্রার্থী হিসেবে মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ যতক্ষণ না পর্যন্ত তাঁদের দাবি মানা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে স্থানীয়া ৷
আরও পড়ুন: বর্ধমানের হোটেলে মন্ত্রী অরূপের সঙ্গে বৈঠকে পুলিশকর্তা, টুইটে দাবি শুভেন্দুর