পাণ্ডবেশ্বর, ১৯ মার্চ : পাণ্ডবেশ্বর থানা এলাকার বাঙ্কোলা কোলিয়ারি সংলগ্ন ময়দানে পরীক্ষা চলাকালীন লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের উপস্থিতিতে আজ কর্মীসভার আয়োজন করে তৃণমূল। অভিযোগ, সভা চলাকালীন সভামঞ্চ থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পরীক্ষা চলছিল। সেই সময় লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।
পরে এই নিয়ে প্রশ্ন করা হলে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী জানান, তারা ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, "আমরা লাউডস্পিকার না ব্যবহারের জন্য যথাসম্ভব চেষ্টা চালিয়েছিলাম। এটা ঠিক যে ওই বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। কিন্তু একটা সময় আর আমরা রাশ ধরে রাখতে পারিনি। মাইক ব্যবহার করার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।"