পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পরীক্ষা চলাকালীন লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ মুনমুনের সভায় - exam

পাণ্ডবেশ্বর থানা এলাকার বাঙ্কোলা কোলিয়ারি সংলগ্ন ময়দানে পরীক্ষা চলাকালীন লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের উপস্থিতিতে আজ কর্মীসভার আয়োজন করে তৃণমূল।

a

By

Published : Mar 19, 2019, 11:35 PM IST

পাণ্ডবেশ্বর, ১৯ মার্চ : পাণ্ডবেশ্বর থানা এলাকার বাঙ্কোলা কোলিয়ারি সংলগ্ন ময়দানে পরীক্ষা চলাকালীন লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের উপস্থিতিতে আজ কর্মীসভার আয়োজন করে তৃণমূল। অভিযোগ, সভা চলাকালীন সভামঞ্চ থেকে মাত্র ১০০ মিটার দূরে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পরীক্ষা চলছিল। সেই সময় লাউডস্পিকার ব্যবহারের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।

পরে এই নিয়ে প্রশ্ন করা হলে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী জানান, তারা ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, "আমরা লাউডস্পিকার না ব্যবহারের জন্য যথাসম্ভব চেষ্টা চালিয়েছিলাম। এটা ঠিক যে ওই বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। কিন্তু একটা সময় আর আমরা রাশ ধরে রাখতে পারিনি। মাইক ব্যবহার করার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।"

আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বরে আজ থেকে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী মুনমুন সেন। আজ পাণ্ডবেশ্বর বাঙ্কোলা এরিয়া অফিসের মাঠে একটি কর্মীসভার আয়োজন করে পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস কর্মীরা।

দুর্গাপুর মহকুমার রিটার্নিং অফিসার তথা দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলের কাছে পরীক্ষা চলাকালীন মাইকের ব্যবহার নিয়ে BJP-র পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেন পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details