দুর্গাপুর , 8 এপ্রিল : ব্রংক্স নামে নিউ ইয়র্কের এক চিড়িয়াখানায় এক বাঘের দেহে COVID 19 ভাইরাসের সন্ধান পাওয়া যায় । এখনও পর্যন্ত মানবদেহেই কোরোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে ৷ এই প্রথম কোনও পশু ভাইরাসে সংক্রমিত হয়েছে ৷ আর তা নিয়েই এবার আতঙ্কে রয়েছে এই রাজ্যের পশু চিকিৎসকরা ৷ দুর্গাপুরের পশু চিকিৎসকদের মধ্যেও একই আতঙ্ক দেখা দিয়েছে ৷ তাঁদের দাবি , এবার সরকারের পক্ষ থেকে তাঁদেরও পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (PPE) দেওয়া উচিত ।
এতদিন পর্যন্ত চিন , ইতালি , ইংল্যান্ড , অ্যামেরিকা , ভারতসহ অন্যান্য দেশে মানবদেহে কোরোনা ভাইরাস সংক্রমণের কথা জানা গেছে । কিন্তু হঠাৎ অ্যামেরিকার একটি চিড়িয়াখানায় মালায়ান টাইগারের কোরোনাতে আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । তাহলে কি মানব দেহ থেকে কোরোনা ভাইরাস সংক্রমিত হতে পারে পশুর দেহে ? এমন প্রশ্ন দেখা দিয়েছে । আর এই খবর প্রকাশিত হওয়ার পরে আমাদের রাজ্যের পশু চিকিৎসালয়গুলিতে পশু চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । কারণ পশু চিকিৎসালয়গুলিতে এখনও পর্যন্ত কোনও সাবধানতা অবলম্বন করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে । দুর্গাপুরের স্টিল মার্কেটে রাজ্য সরকারের পশু চিকিৎসালয় রয়েছে । এখানে প্রতিদিন গবাদি পশুর চিকিৎসার জন্য বহু মানুষ আসেন । কিন্তু এই হাসপাতালের চিকিৎসক বা চিকিৎসা কর্মীরা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (PPE) পাননি ।