পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অ্যামেরিকায় বাঘের কোরোনা, আতঙ্কে রাজ্যের পশু চিকিৎসকরা - coronavirus news

কয়েকদিন আগেই নিউ ইয়র্কের চিড়িয়াখানায় কোরোনায় আক্রান্ত হয় চার বছর বয়সি মালায়ান বাঘ ৷ কোনও পশুর শরীরে এই প্রথম কোরোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায় ৷ মনে করা হচ্ছে , মানবদেহ থেকেই সংক্রমণ ঘটেছে ৷ যদিও তা প্রমাণিত সত্য নয় ৷ কিন্তু তা যদি সত্যি হয় তাহলে রাজ্যের পরিস্থিতি আরও ভয়াবহ হবে । এমনটাই আশঙ্কা করছেন দুর্গাপুরের পশু এক চিকিৎসক ৷

Durgapur
আতঙ্কে রাজ্যের পশু চিকিৎসকরা

By

Published : Apr 8, 2020, 5:00 PM IST

দুর্গাপুর , 8 এপ্রিল : ব্রংক্স নামে নিউ ইয়র্কের এক চিড়িয়াখানায় এক বাঘের দেহে COVID 19 ভাইরাসের সন্ধান পাওয়া যায় । এখনও পর্যন্ত মানবদেহেই কোরোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে ৷ এই প্রথম কোনও পশু ভাইরাসে সংক্রমিত হয়েছে ৷ আর তা নিয়েই এবার আতঙ্কে রয়েছে এই রাজ্যের পশু চিকিৎসকরা ৷ দুর্গাপুরের পশু চিকিৎসকদের মধ্যেও একই আতঙ্ক দেখা দিয়েছে ৷ তাঁদের দাবি , এবার সরকারের পক্ষ থেকে তাঁদেরও পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (PPE) দেওয়া উচিত ।

এতদিন পর্যন্ত চিন , ইতালি , ইংল্যান্ড , অ্যামেরিকা , ভারতসহ অন্যান্য দেশে মানবদেহে কোরোনা ভাইরাস সংক্রমণের কথা জানা গেছে । কিন্তু হঠাৎ অ্যামেরিকার একটি চিড়িয়াখানায় মালায়ান টাইগারের কোরোনাতে আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । তাহলে কি মানব দেহ থেকে কোরোনা ভাইরাস সংক্রমিত হতে পারে পশুর দেহে ? এমন প্রশ্ন দেখা দিয়েছে । আর এই খবর প্রকাশিত হওয়ার পরে আমাদের রাজ্যের পশু চিকিৎসালয়গুলিতে পশু চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । কারণ পশু চিকিৎসালয়গুলিতে এখনও পর্যন্ত কোনও সাবধানতা অবলম্বন করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে । দুর্গাপুরের স্টিল মার্কেটে রাজ্য সরকারের পশু চিকিৎসালয় রয়েছে । এখানে প্রতিদিন গবাদি পশুর চিকিৎসার জন্য বহু মানুষ আসেন । কিন্তু এই হাসপাতালের চিকিৎসক বা চিকিৎসা কর্মীরা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (PPE) পাননি ।

দুর্গাপুরের এই পশু চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডাক্তার অভ্রকান্তি রায় বলেন ,"আমি দু'দিন আগে বাঘের শরীরে COVID-19 ভাইরাসের সংক্রমণের খবর দেখে রীতিমতো আতঙ্কিত । কারণ এই সংক্রমণ যে মানব দেহ থেকে পশুর দেহে সংক্রমিত হয় এটা আমার জানা ছিল না । এখন আমাদের কিন্তু কোনওরকম PPE দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে । একদিন এই হাসপাতালে সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্প্রে করা হয়েছে । আমরা চাই, আমাদের জীবনের সুরক্ষার কথা সরকার ভাবুন । যদি, মানবদেহ থেকে পশুদের দেহে এই সংক্রমণ ছড়ায় , তাহলে আমাদের রাজ্যের পক্ষে তা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ।"


মানব দেহ থেকে কোরোনা ভাইরাসের সংক্রমণ পশুর দেহে যায় কি না তা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রমাণিত তথ্য পাওয়া যায়নি ৷ তবে , অ্যামেরিকার চিড়িয়াখানায় মালায়ান টাইগারের শরীরে কোরোনার জীবাণু পাওয়ার ঘটনা রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে পৃথিবীর বাকি দেশগুলিকে। দুর্গাপুরের পশু চিকিৎসালয়ের চিকিৎসক থেকে চিকিৎসা কর্মীরা রীতিমতো আতঙ্কিত । যদি বাস্তবিক মানব দেহ থেকে পশু দেহে এই সংক্রমণ ছড়িয়ে যাওয়ার কথা প্রমাণিত সত্য হয়, তাহলে কিন্তু আমাদের রাজ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হবে । তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন দুর্গাপুরের এই পশু চিকিৎসক ৷

ABOUT THE AUTHOR

...view details