দুর্গাপুর, 23 ডিসেম্বর: বিহারের এক গৃহবধূ রেশমা কুমারী ৷ এটাই তাঁর পরিচয় নয় ৷ তাঁর পরিচিতি আর বৃহত্তর ক্ষেত্রে ৷ ক্যারাম প্রতিযোগিতায় তিনবার মহিলা সিঙ্গলসে বিশ্ব চ্যাম্পিয়ন রেশমা কুমারী (Three Time Carrom Champion Reshma Kumari) ৷ সেই সঙ্গে 11 বার জাতীয় মহিলা সিঙ্গলসে ক্যারাম চ্যাম্পিয়ন রেশমা কুমারী ৷ যাঁর এই সাফল্য গত দু’দশক ধরে ভারতকে গর্বিত করছে ৷ তবে, ক্রিকেট, ফুটবল, হকি বা টেনিসের মতো প্রচার না-পাওয়ায় কোনওদিন লাইম লাইটে আসতে পারেননি রেশমা কুমারী এবং তাঁর মতো চ্যাম্পিয়নরা ৷ আজ ইটিভি ভারত-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন তাঁর এই সাফল্যের যাত্রা নিয়ে ৷
গ্রীষ্মের দুপুর বা ক্লাব বা পাড়ার রকের আড্ডা ৷ বাঙালির কাছে ক্যারাম টাইম পাসের অন্যতম মাধ্যম ৷ কিন্তু, এই ক্যারাম যে শুধু টাইম পাস নয়, তা প্রমাণ করেছেন বিহারের পাটনার মেয়ে তথা বর্তমানে দিল্লির বাসিন্দা রেশমা কুমারী ৷ তিনি পেশাদার ক্যামার খেলোয়াড় ৷ যিনি 3 বার ক্যারামে মহিলাদের সিঙ্গলসে বিশ্ব চ্যাম্পিয়ন ৷ একাধিক আন্তর্জাতিক খেতাব জয়ী, এমনকি বহুবার এশিয়া সেরাও হয়েছেন ৷ যিনি 11 বার জাতীয় ক্যারাম প্রতিযোগিতার খেতাব জিতেছেন ৷ সেই রেশমা কুমারী 2022 জাতীয় ক্যারাম প্রতিযোগিতায় অংশ নিতে সম্প্রতি দুর্গাপুরে এসেছেন ৷ সেখানেই রেশমা জানিয়েছেন, মাত্র 9 বছর বয়সে ক্যারাম খেলা শুরু তাঁর ৷ আর 1998 সালে জুনিয়র স্তরে প্রতিযোগিতামূলক ক্যারামে অংশ নেন ৷