পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সেনাবাহিনীর পোশাকসহ পানাগড় সেনা ছাউনি সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার 3 - Panagarh army camp

কয়েকদিন ধরে বুদবুদ এলাকায় একটি হোটেল রুম ভাড়া নিয়ে ছিল তারা ৷ খবর পেতেই গতকাল ওই হোটেলে অভিযান চালায় বুদবুদ থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের অফিসাররা ৷ গ্রেপ্তার করা হয় তিনজনকে৷ আজ দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে পাঁচদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক৷

ধৃতরা

By

Published : Aug 31, 2019, 9:27 PM IST

পানাগড়, 31 অগাস্ট: সেনাবাহিনীর বিভিন্ন ধরনের পোশাক, নকল স্ট্যাম্প ও বহু জাল কাগজপত্র সহ তিনজনকে গ্রেপ্তার করল বুদবুদ থানার পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয় একটি ল্যাপটপ ৷ ধৃতদের নাম আবদুল করিম, মহম্মদ ওয়াসিম, মহম্মদ শাহেনশা ৷ তারা কলকাতার পার্কসার্কাস এলাকার বাসিন্দা ৷

কয়েকদিন ধরে বুদবুদ এলাকায় একটি হোটেল রুম ভাড়া নিয়ে ছিল তারা৷ খবর পেতেই গতকাল ওই হোটেলে অভিযান চালায় বুদবুদ থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের অফিসাররা ৷ গ্রেপ্তার করা হয় তিনজনকে৷ আজ দুর্গাপুর মহকুমা আদালতে ধৃতদের তোলা হলে তাদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক৷

সেনা ছাউনির নিকটবর্তী এলাকা থেকে অভিযুক্তরা গ্রেপ্তারের পর উঠে আসছে অন্য তথ্য ৷ ভারতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনা ছাউনির মধ্যে পানাগড় অন্যতম ৷ চিনের সীমান্ত থেকে পানাগড়ের দূরত্ব অনেকটা কম ৷ সেই কারণে পানাগড় সেনা ছাউনিকে বেশ কয়েকবছর ধরেই নতুন করে ঢেলে সাজানো হচ্ছে ৷ যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলা, সেনাবাহিনীর রসদ জোগানো, বোমারু বিমান বইয়ে নিয়ে যাওয়ার জন্য বিশাল আকারের হারকিউলিস বিমান পানাগড়ে আনা হয়েছে ৷ সুতরাং সব মিলিয়ে পানাগড় সেনা ছাউনির গুরুত্ব এই মুহূর্তে অনেকখানি ৷ গ্রেপ্তার হওয়া তিনজনের থেকে সেনাবাহিনীর প্রচুর পোশাক ও নকল নথিপত্র পাওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে, তাদের কী উদ্দেশ্য ছিল ? বিষয়টির দিকে নজর রাখছে গোয়েন্দা বিভাগ ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের৷

তবে ধৃতদের দাবি, তাদের ফাঁসানো হয়েছে ৷ তারা নির্দোষ ৷ ঘটনায় সেনাবাহিনীর তরফে তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details