দুর্গাপুর, 28 জুন: স্কুল পালিয়ে দুর্গাপুরের দামোদর নদের স্নান করতে নেমে তলিয়ে যাওয়া তিন ছাত্রের দেহ উদ্ধার হল বুধবার ৷ প্রায় 20 ঘণ্টা পর উদ্ধার হয় দশম শ্রেণির এই তিন পড়ুয়ার নিথর দেহ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বড়জোড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় । মৃত তিন পড়ুয়ার নাম শুভদীপ নস্কর, সৌম্যদীপ সাহা এবং ভিকে শীল । প্রত্যেকের গড় বয়স 16 বছর । এই ঘটনাকে ঘিরে একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে অপরদিকে তেমনই ঘটনার পরে প্রায় 20 ঘণ্টা পরে দেহ উদ্ধার এবং বারবার নজরদারির অভাবে দামোদরের স্নান করতে নেমে এইভাবে বহু ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষোভ জন্মেছে সাধারণ মানুষের মনে । বারবার একই ঘটনা ঘটার পরেও ছাত্রদের মধ্যেও সচেতনতার অভাবের অভিযোগের কথাও উঠে এল এই ঘটনার পর ।
স্কুল পালিয়ে মঙ্গলবার দুপুরে দামোদরে স্নান করতে নেমেছিল 8 জন ছাত্র ৷ তার মধ্যে জলে তলিয়ে যায় তিনজন । তাঁরা দুর্গাপুরের এমএএমসি টাউনশিপে বাসিন্দা । খবর পেয়ে বিকেলেই ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ ও বিশেষ উদ্ধারকারী দল ৷ জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ দুর্গাপুরের একটি স্কুল থেকে আট জন বাঁকুড়ার দিকে থাকা একটি হোটেলের সামনে দিয়ে দামোদর নদে আসে ৷ এর মধ্যে জলে স্নান করতে নেমে তলিয়ে যায় প্রথম একজন ৷ চিৎকার শুনে বাকি দু'জন ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে জলে তলিয়ে যায় ।