পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Child Marriage in Durgapur: ইচ্ছের বিরুদ্ধে বিয়ে, কন্যাশ্রীর টাকা ভেঙে মুম্বই পারি তিন বোনের! - মোবাইল ফোন ট্র‍্যাক

দুই বোনের আপত্তি থাকা সত্ত্বেও তাদের বিয়ে ঠিক করেছিল পরিবার ৷ ছোট বোনকে সঙ্গে নিয়ে তাই তিনজনেই বাড়ি থেকে পালায় ৷ মোবাইল ফোন ট্র‍্যাক করে তাদেরকে উদ্ধার করল পুলিশ ৷

child marriage
নাবালিকাদের বিয়ে

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 6:02 PM IST

দুর্গাপুর, 30 অক্টোবর: কন্যাশ্রীর টাকার উপর ভরসা রেখেই ঘর ছাড়ার পদক্ষেপ তিন বোনের । দুই বোনের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করে পরিবার। তাই দেরি না করে কন্যাশ্রীর টাকা ভেঙে তিন বোন পারি দেয় মুম্বইয়ে । পলাতক তিন বোনের মধ্যে দুই জন নাবালিকা । ঘটনা দুর্গাপুরের । যদিও তিনজনকেই উদ্ধার করতে সফল পুলিশ ।

জানা গিয়েছে, দুর্গাপুর মহকুমার ফরিদপুর থানা এলাকায় বাড়ি এই তিন বোনের ৷ তিনজনের মধ্যে ছোট বোন (15) দশম শ্রেণির পড়ুয়া, মেজো বোন (17) একাদশ শ্রেণিতে পড়ে এবং বড় দিদি(19) উচ্চমাধ্যমিকে অকৃতকার্য । সম্প্রতি বড় ও মেজ বোনের বিয়ে ঠিক হয় । সেই বিয়েতে আপত্তি ছিল তাদের । তাই বিয়ে না করার জন্য কন্যাশ্রীর টাকা ভেঙে সোজা মুম্বই চলে যায় তিন বোন ৷ সেখান থেকে ফের কলকাতায় ফিরে দমদম স্টেশনে আসে তারা । মোবাইল লোকেশন ট্র্যাক করে সেখান থেকেই তাদেরকে উদ্ধার করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফরিদপুর থানার পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, গত 22 তারিখ রাতে ওই তিন বোন তাদের কন্যাশ্রীর টাকা ভেঙে বাড়ি থেকে বেরিয়ে আসে ৷ এরপর তারা বাসে চেপে আসানসোল, তারপর সেখান থেকে ট্রেনে চেপে মুম্বইয়ে চলে যায় । সেখান থেকে ফের হাওড়ায় ফিরে আসে । তারপর সেখান থেকে দমদমে স্টেশনে যায় । রবিবার সেখান থেকে তিন বোনকে উদ্ধার করে পুলিশ । উদ্ধার হওয়া দুই নাবালিকাকে সোমবার চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় । আজ দুই নাবালিকাকে আসানসোলের জুভিনাল আদালত এবং বড় বোনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । দুই নাবালিকার 18 বছরের নীচে যাতে বিয়ে দেওয়া না হয় তার জন্য মুচলেকা লেখানো হয়েছে তাদের বাবাকে দিয়ে এবং এরপরেই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে পরিবারের কাছে ।

আরও পড়ুন:পুলিশি তৎপরতায় ভেস্তে গেল নাবালিকার বিয়ে, গ্রেফতার বর

এ বিষয়ে বিডিও দেবজিৎ দত্ত জানান, তিনি ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন । তারা যাতে আর নাবালিকা মেয়েদের বিবাহ দেওয়ার চেষ্টা না করে পরিবারকে সেই বিষয়ে বোঝানো হবে ৷ পরিবারের কর্তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানান ফরিদপুর ব্লকের বিডিও ।

ABOUT THE AUTHOR

...view details