দুর্গাপুর, 8 নভেম্বর: দুর্গাপুরে রাষ্ট্রায়াত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের নতুন ইউনিট গঠনের ক্ষেত্রে অবৈধ দখলদাররা দাবি তুলেছেন যে 'শিল্প পরে, আগে পুনর্বাসন চাই' ৷ তবে এ বার তাদের বিপরীত সুর শোনা গেল দুর্গাপুর নগর নিগমের 36 ও 37 নম্বর ওয়ার্ডের গ্রামবাসীদের গলায় ৷ শিল্পের দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা পালটা মিছিল করলেন । তাঁদের দাবি, "যাঁরা শিল্পের বিরোধিতা করছেন, তাঁদের জন্য আমরা ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকব ৷ আমরা চাই না সিঙ্গুরের ঘটনার পুনরাবৃত্তি হোক । আমরা চাই না দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত এমএএমসি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পুনরাবৃত্তি হোক ৷"
রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাতে গণআন্দোলনে জমিদাতারা । ধুঁকতে ধুঁকতে দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ডিটিপিএস কারখানার চারটি ইউনিটই বন্ধ হয়ে গিয়েছে । অন্ধকার নেমে এসেছে রতুরিয়া, অঙ্গদপুর-সহ বিস্তীর্ণ এলাকা । এ বার পঞ্চম ইউনিট চালু করার উদ্যোগ নিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্ত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ । রাষ্ট্রায়ত্ত কারখানা সম্প্রসারণের জন্য যখন কর্তৃপক্ষ জমি দখলকারীদের উচ্ছেদ করতে যাচ্ছে, তখনই কিছু রাজনৈতিক দলের মদতে বাধা দিচ্ছে দখলদাররা । সেই বাধার মুখে পড়ে পিছু হঠতে হচ্ছে কারখানা কর্তৃপক্ষকে । এ বার কারখানা কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়ে কারখানা সম্প্রসারণের দাবি তুলেছেন 1966 সালে যাঁদের জমিতে কারখানা গড়ে উঠেছিল সেইসব জমিদাতারা ।
জমিদাতারা এবং এলাকাবাসীরা চাইছেন, কারখানা সম্প্রসারণ হোক, কারখানার পঞ্চম ইউনিটের কাজ দ্রুত শুরু হোক । আবার জ্বলে উঠুক আলো । কারখানার উৎপাদন পুনরায় শুরু হলে জুটবে কর্মসংস্থান ৷ সেই দাবি নিয়ে মঙ্গলবার বিকেলে রাতুড়িয়া, অঙ্গদপুর, মায়াবাজার পোরশা-সহ পাঁচটি গ্রামের প্রায় তিন হাজার লোক একত্রিত হয়ে মহামিছিল শুরু করে । আন্দোলনকারীরা কারখানা কর্তৃপক্ষের পাশে থেকে কারখানা সম্প্রসারণ করতে চাইছেন । দুর্গাপুরকে সিঙ্গুর হতে দেওয়া যাবে না বলে দাবি তুলছেন তাঁরা । রাজ্যের বুকে শিল্প বাঁচাতে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মনে করছে ওয়াকিবহাল মহল ।