পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বন্ধ কারখানা, বিশ্বকর্মা পুজোতেও বার্ন স্ট্যান্ডার্ডে শ্মশানের নিস্তব্ধতা ! - বার্নপুর

বন্ধ বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় হল না বিশ্বকর্মা পুজো । অন্যদিকে, PF-এর দাবিতে গেটের বাইরে অবস্থানে কারখানার কর্মীরা ।

PF-এর দাবিতে গেটের বাইরে অবস্থানে কারখানার কর্মীরা

By

Published : Sep 18, 2019, 3:27 PM IST

Updated : Sep 18, 2019, 3:32 PM IST

বার্নপুর, 18 সেপ্টেম্বর : তখন চলত কারখানা । দৌড়াত বলা ভালো । সাধারণের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা । শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর দিনে খুলে দেওয়া হত মেইন গেট । কর্মীদের পাশাপাশি আসতেন পরিবার-পরিজনরাও । সেজে উঠত বার্ন স্ট্যান্ডার্ড কারখানা চত্বর । কিন্তু, এবছর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন । বিশ্বকর্মা পুজোয় কারখানাজুড়ে শ্মশানের স্তব্ধতা । গেটের বাইরে ম্যারাপ খাটিয়ে অবস্থানে কারখানার কর্মীরা । একদিকে চাকরি নেই অন্যদিকে PF -এর টাকাও মেলেনি । চোখেমুখে বিষণ্ণতার ছাপ ।

বেশ কয়েক বছর ধরে ধুঁকছিল বার্ন স্ট্যান্ডার্ড কারখানা । 2018 সালের সেপ্টেম্বরে পুরোপুরি বন্ধ হয়ে যায় কারখানা । স্বেচ্ছাবসর নিতে বাধ্য করা হয় শ্রমিকদের । এরপর একবছর কেটে গেলেও PF পাননি 225 জন কর্মী । বাধ্য হয়ে অবস্থানে তাঁরা । আশা, যদি PF-এর টাকাটা পাওয়া যায় ।

বার্ন স্ট্যান্ডার্ডে শ্মশানের নিস্তব্ধতা

গতবার পর্যন্ত বিশ্বকর্মা পুজো হয়েছিল বার্ন স্ট্যান্ডার্ডে । এবার প্রথম পুজো হচ্ছে না । বিষাদেই দিন কাটছে এককালের বিশ্বকর্মাদের ।

অবসরপ্রাপ্ত কর্মীদের বক্তব্য

এক প্রাক্তন কর্মী বলেন, "এতদিন জাঁকজমকপূর্ণ পুজো হত । আজ সুনসান এলাকা । কিছু নেই । কারখানাও বন্ধ । রাজনৈতিক নেতাদের দুয়ারে দুয়ারে গেছি । কোনও সাহায্য পাইনি । ঘর-সংসার চালানো যেন দায় হয়ে পড়েছে । সামনে পুজো । কারোর জামাকাপড় হয়নি ।" অবস্থানরত আরও এক প্রাক্তন কর্মী বলেন, "আমরা PF পর্যন্ত পাইনি । চেয়ারম্যানের কাছে আবেদন করেছি । উনি বলেছিলেন হয়ে যাবে । কিছুই হয়নি ।" তাঁকে প্রশ্ন করা হয়, এবার বিশ্বকর্মা পুজো করছেন না কেন ? উত্তরে তিনি বলেন, "বিশ্বকর্মা পুজোর একটা হুজুগ উঠেছিল । কিন্তু, আমরা বলেছি, না । লোকে কী বলবে ?"

PF-এর দাবিতে গেটের বাইরে অবস্থান
Last Updated : Sep 18, 2019, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details