দুর্গাপুর, ২৮ নভেম্বর: পঞ্চায়েত নির্বাচনের আগে এ রাজ্যে গেরুয়া শিবিরের হয়ে লাগাতার প্রচারের কর্মসূচি রয়েছ মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)। বিজেপির এই কেন্দ্রীয় নেতা তথা মহাগুরু রাজ্যের জেলায়-জেলায়, গ্রামে-গ্রামে গিয়ে বিজেপির পক্ষে সমর্থন তৈরির চেষ্টা করছেন । পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া শিবিরকে ভোট দিতে আহ্বান জানাচ্ছেন। একদিকে যখন পঞ্চায়েত নির্বাচন নিয়ে ধীরে ধীরে রাজনৈতিক মহলে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ঠিক তখন ফুটবল প্রেমীদের মাতিয়ে রেখেছে কাতার বিশ্বকাপের টানটান লড়াই (Spain is my Favorite Team Says Mithun Chakraborty) ।
মিঠুন যে কোন পর্যায়ে ফুটবলপ্রেমী তাল অনেকেই কমবেশি জানে । বাংলার ফুটবলের উন্নয়নের জন্য উদ্যোগও নিয়েছিলেন অতীতে । বেঙ্গল ফুটবল অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনও গড়েছিলেন । সাত এবং আটের দশকে বড় বড় ফুটবলারদেরকে নিয়ে জেলায় জেলায় ফুটবল খেলার আয়োজন করেছিলেন । কিন্তু নানা কারণে মিঠুনের সেই প্রয়াস বেশিদূর এগোয়নি।
আরও পড়ুন:‘মুখে গণতন্ত্র আর পিছনে ষড়যন্ত্র’, মমতাকে নিশানা মিঠুনের