আসানসোল, 29 এপ্রিল : "ওরা আমাকে বেড টি দিতে খুব দেরি করেছে। তাই দেরিতে ঘুম থেকে উঠেছি। আমি আর কী বলব? সত্যি কিছুই জানি না।" আসানসোলে বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলা প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন।
মুনমুন আরও বলেন, "আমি খুব ব্যস্ত আছি। কিছু বলতে পারব না।" বাবুল সুপ্রিয়কে হারানোর ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী প্রশ্ন করা হলে, মুনমুন বলেন, "আমি ওঁর নামটাও শুনতে চাই না। তাহলে কথা বলব না।" পশ্চিমবঙ্গে একের পর এক সংঘর্ষের ঘটনা নিয়ে কী বলবেন? সাংবাদিককে মুনমুনের জবাব, "তুমি খুব ছোটো। তুমি জানো না বামেরা ক্ষমতায় থাকাকালীন কী করেছে। এই ঘটনা শুধু বাংলায় নয়, সারা ভারতে ঘটছে।"