পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেড টি আসেনি, তাই ঘুম থেকে উঠতে দেরি : মুনমুন - election

খুব দেরিতে ঘুম থেকে উঠেছি। আমি আর কী বলব? সত্যি কিছুই জানি না।" আসানসোলে বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলা প্রসঙ্গে আজ একথা বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন।

ফাইল ফোটো

By

Published : Apr 29, 2019, 1:08 PM IST

Updated : Apr 29, 2019, 1:20 PM IST

আসানসোল, 29 এপ্রিল : "ওরা আমাকে বেড টি দিতে খুব দেরি করেছে। তাই দেরিতে ঘুম থেকে উঠেছি। আমি আর কী বলব? সত্যি কিছুই জানি না।" আসানসোলে বাবুল সুপ্রিয়র গাড়িতে হামলা প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন।

মুনমুন আরও বলেন, "আমি খুব ব্যস্ত আছি। কিছু বলতে পারব না।" বাবুল সুপ্রিয়কে হারানোর ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী প্রশ্ন করা হলে, মুনমুন বলেন, "আমি ওঁর নামটাও শুনতে চাই না। তাহলে কথা বলব না।" পশ্চিমবঙ্গে একের পর এক সংঘর্ষের ঘটনা নিয়ে কী বলবেন? সাংবাদিককে মুনমুনের জবাব, "তুমি খুব ছোটো। তুমি জানো না বামেরা ক্ষমতায় থাকাকালীন কী করেছে। এই ঘটনা শুধু বাংলায় নয়, সারা ভারতে ঘটছে।"

আজ সকালে 199/283 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের হয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠছিল । তা নিয়ে বুথের ভিতর ঢোকেন বাবুল । প্রিজ়াইডিং অফিসারের সঙ্গে কথা বলেন । বাবুলের অভিযোগ, BJP-র এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি । তৃণমূলের এজেন্টের সঙ্গে বাবুল বচসায় জড়িয়ে পড়েন । যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয় । তাদের পালটা দাবি, বুথটিতে BJP এজেন্ট দিতে পারেনি ।

বাবুল বুথের বাইরে বেরোলে তাঁকে ঘিরে বিক্ষেভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা । তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় । পরে ঘটনাস্থানে যায় কুইক রেসপন্স টিম । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে ।

Last Updated : Apr 29, 2019, 1:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details