আসানসোল, 9 জুন : প্রথম ঢেউ কোনও মতে পার করা গিয়েছিল ৷ কিন্তু করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশবাসী ৷ পরিস্থিতি এতটা ভয়াবহ হবে ভাবতে পারেননি কেউই ৷ এবারে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে অক্সিজেনের আকাল । দিল্লিতে অক্সিজেনের অভাবে মৃত্যুর ঘটনা দেশবাসীকে চমকে দিয়েছে । গোটা দেশেই একইভাবে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে । ইউরোপিয়ন ইউনিয়ন-সহ ফ্রান্স, জার্মানির মতো দেশগুলির তরফে অক্সিজেন কনসেনট্রেটর (Oxygen concentrator) দিয়ে ভারতকে সাহায্যের আশ্বাসও দেওয়া হয় ৷
এই পরিস্থিতিতে আসানসোল শিল্পাঞ্চলে (Asansol) অন্য ছবি । পর্যাপ্ত অক্সিজেন রয়েছে আসানসোলে । তবে অভাবও রয়েছে ৷ তা হল অক্সিজেন সিলিন্ডারের । এই অবস্থায় আবার অক্সিজেন সিলিন্ডার ও ভালভের কালোবাজারি শুরু হয়েছে । তাই পর্যাপ্ত অক্সিজেন থাকলেও রোগীর কাছে পৌঁছানো যাচ্ছে না ।
শিল্পাঞ্চলে অক্সিজেনের ভাণ্ডার বলতে ইসকো কারখানা (IISCO Steel Plant) এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (Durgapur Steel Plant) ৷ অক্সিজেনের আকালের সময় এই দু'টি কারখানা থেকে দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেন পাঠানো হয়েছে । এছাড়াও পানাগড়, জামুড়িয়া, রূপনারায়ণপুর-সহ একাধিক স্থানে বেসরকারি অক্সিজেন প্ল্যান্ট রয়েছে ৷ অর্থাৎ শিল্পাঞ্চলে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে ৷