আসানসোল, 8 জুন : রেশনের ফর্ম দেওয়া হচ্ছে । আর তা নিতেই হামলে পড়ছেন মানুষ। শয়ে শয়ে মানুষ এসে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে লাইন দিয়ে ফর্ম তুলছেন । সেখানেই চলছে জটলা ।
সামাজিক দূরত্বের কোনও বালাই নেই। কিন্তু কারা দেখবে ? পুলিশ!
পুলিশ কর্মীদেরই দেখা গেল একই সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে জমায়েত করে দাঁড়িয়ে থাকতে। আসানসোলের রেলপারের OK রোড এলাকায় আসানসোল পৌরনিগমের কর্মতীর্থ ভবনে এমন ঘটনা ঘটেছে।
জানা গিয়েছে, আজ রেলপারে OK রোড এলাকায় রেশনের ফর্ম দেওয়া হচ্ছিল। প্রথমে এই ফর্ম তিন নম্বর বোরো অফিস থেকে দেওয়া হবে বলে জানা যায়। কিন্তু পরে শোনা যায় যে পৌরনিগমের যে কর্মতীর্থ ভবন রয়েছে সেখান থেকেই নাকি রেশনের ফর্ম দেওয়া হবে। আর তা শুনতে পেয়ে বহু মানুষ এখানে ভিড় জমায়। দীর্ঘ লাইন দেওয়া হয়। সাধারণ মানুষরা গা ঘেঁষাঘেঁষি করে সেখান থেকে ফর্ম তোলেন এবং বাড়ি ফেরেন।