আসানসোল, 12 সেপ্টেম্বর : এই মাঠে সভা করেছেন ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, নরেন্দ্র মোদিরা ৷ ব্রিটিশ আমলে এই মাঠেই পোলো খেলা হত ৷ বর্তমানে আসানসোলের ঐতিহ্যশালী এই পোলোগ্রাউন্ডে আর সবুজের দেখা নেই ৷ কাদায় ঢেকেছে গোটা মাঠ ৷
আসানসোলের পোলোগ্রাউন্ডে বর্তমানে মোটর ভেহিকেলস দপ্তরের তরফে গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সের পরীক্ষা হয় ৷ মাঠে গাড়ি ঢোকায় সবুজ নষ্ট হয়ে যাচ্ছে ৷
কলকাতার গড়ের মাঠকে সবুজ রাখতে বইমেলার স্থান পরিবর্তন করা হয়েছিল ৷ অথচ আসানসোলের "গড়ের মাঠ" বা "ব্রিগেড" বলে খ্যাত পোলোগ্রাউন্ডের সবুজ হারিয়ে যাচ্ছে প্রশাসনের উদাসীনতায় ৷ মাঠের এক পাশে রয়েছে স্টেডিয়াম ৷ মাঠের পিছনদিকে সুইমিং পুল ৷ মাঠের কাদা ডিঙিয়ে সবাইকে স্টেডিয়াম বা সুইমিং পুলে যেতে হয় ৷ বর্ষাকালে গোটা মাঠ কাদায় ভরতি থাকে ৷
আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, "গাড়ি পরীক্ষার জন্য নির্দিষ্ট একটি জায়গা ব্যবহার করা হয় । এরফলে খেলার কোনও অসুবিধা হচ্ছে না ।" কিন্তু প্রশ্ন উঠছে খেলার জায়গা আলাদা থাকলেও শুধুমাত্র গাড়ি পরীক্ষার জন্য সবুজ ধ্বংস করে দেওয়া যায়?