পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনার দোকানে 15-20 লাখ টাকার সামগ্রী চুরি - Rs. 2.5 million in gold shops

গতকাল রাতে দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত আড়রা মোড়ের নিউমার্কেটে সোনার দোকানে চুরি হয় ৷ দোকানের শাটার ভেঙে প্রায় 15-20 লাখ টাকার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল ৷ এই ঘটনায় এখনও অবধি কাওকে গ্রেপ্তা করা যায়নি ৷

theft in gold shop
সোনার দোকানে চুরি

By

Published : Jan 30, 2020, 2:18 PM IST

Updated : Jan 30, 2020, 7:16 PM IST

দুর্গাপুর ,30 জানুয়ারি : গোটা শহর যখন বাগদেবীর আরাধনায় মেতে, সে সময় রাতের অন্ধকারে দুর্গাপুরের কাঁকসা থানার আড়রা মোড়ের নিউমার্কেটে সোনার দোকানে চুরির ঘটনা ঘটল । দোকানের শাটার ভেঙে প্রায় 15-20 লাখ টাকার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল । দোকানে ঢুকে সোনার হার , নাকছাবি , আঙটি ও মঙ্গলসূত্র সহ নানা গয়না লুট করে দুষ্কৃতীরা ৷ দোকানের CCTV-তে চুরির ছবি ধরা পড়েছে ।


যদিও একটি CCTV কাপড় দিয়ে ঢেকে দেয় দুষ্কৃতীরা । আজ সকালে ঘটনাস্থানে আসে মলানদিঘি থানার পুলিশ । এর আগে 2011 সালেও এই দোকানে কয়েক লক্ষাধিক টাকার চুরি হয়েছিল । সেই সময় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা কোন সামগ্রীও উদ্ধার করতে পারেনি , এমনটা জানান দোকানের অন্যতম কর্ণধার অভিষেক প্রসাদ । তবুও এবার আশাবাদী দোকানের কর্ণধার । তিনি বলেন ঘটনার সঙ্গে জড়িতরা ধরা পড়বে ৷ পুলিশ তদন্ত করছে ৷

মার্কেটের সামনে আড়রা মোড় , সেখানে পুলিশ প্রহরা থাকে । তারপরও এই চুরিতে আতঙ্কিত ব্যবসায়ীরা ।

Last Updated : Jan 30, 2020, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details