কাঁকসা, 2 নভেম্বর : একরাতে দু'টি মন্দিরে চুরি ৷ গতরাতে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার সুভাষ পল্লি ও মনোজপল্লির দু'টি মন্দিরে চুরির ঘটনা ঘটে ৷ স্থানীয় বাসিন্দারা কাঁকসা থানায় খবর দেন ৷ ঘটনাস্থানে গিয়ে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ ৷
স্থানীয়রা বলেন, সুভাষ পল্লির কালী মন্দিরে এবং মনোজ পল্লির শনি মন্দিরে চুরির ঘটনা ঘটে ৷ সোমবার সকালে দুটি মন্দিরের মূল দরজার তালা খোলা দেখেন তাঁরা ৷