জামুরিয়া, 30 জুলাই: মেয়ের বিয়ের জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলেন ইসিএল কয়লাখনির শ্রমিক ৷ বানিয়ে রেখেছিলেন সোনা ও রুপোর গয়না ৷ সে সব আলমারিতে গুছিয়ে রেখে মেয়ের বিয়ের কথা পাকা করতে গিয়েছিলেন বিহারে ৷ ফিরে এসেই তাঁর মাথায় হাত ৷ এসে দেখেন দরজার তালা ভাঙা, ভাঙা আলমারিও ৷ আর উধাও সমস্ত গয়নাগাটি ৷ নেই নগদ টাকাও ৷ বহু কষ্টে সঞ্চিত করে রাখা জিনিস খোয়া (Asansol Theft) গিয়েছে দেখে হা-হুতাশ করছে ওই শ্রমিক পরিবার ৷ মেয়েকে এ বার কীভাবে বিয়ে দেবেন, তা ভেবে কুল কিনারা করতে পারছে না তারা ৷
জামুরিয়া থানার কুনুস্তোরিয়া কোলিয়ারি এলাকার ঘটনা ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চুরি করে পালিয়েছে অভিযুক্তরা । লক্ষাধিক মূল্যের সোনা-সহ নগদ টাকা চুরি হয়েছে । ইসিএল-এর আবাসনে এই দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামুরিয়া থানার পুলিশ ।
আরও পড়ুন:হাওড়া-ভাগলপুর, পূর্বা সহ প্রবল বৃষ্টিতে বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন