পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খনি আধিকারিককে শারীরিক নিগ্রহের অভিযোগ শ্রমিক সংগঠনের বিরুদ্ধে - durgapur news

আলোচনার নামে খনি আধিকারিককে শারীরিক নিগ্রহের অভিযোগ শ্রমিক সংগঠন HMS( হিন্দ মজদুর সংঘ)-এর বিরুদ্ধে ৷ প্রতিবাদে কয়লা খনি অফিসার অ্যাসোসিয়েশনের তরফে কেন্দা এরিয়ার সমস্ত কয়লাখনিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আজ ৷ তবে অভিযোগ অস্বীকার করেছে শ্রমিক সংগঠন ৷

aa
খনি আধিকারিক

By

Published : Mar 16, 2020, 5:32 PM IST

দুর্গাপুর, 16 মার্চ: আলোচনার নামে ইসিএলের (ECL)-এর কেন্দা এলাকার সিঁদুলি জামবাদ কোলিয়ারির খনি আধিকারিককে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল শ্রমিক সংগঠন HMS( হিন্দ মজদুর সংঘ)-এর বিরুদ্ধে ৷ প্রতিবাদে কয়লা খনি অফিসার অ্যাসোসিয়েশনের তরফে কেন্দা এলাকার সমস্ত কয়লাখনিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আজ ।

কয়লাখনির শ্রমিকদের বিভিন্ন দাবির সমর্থনে খনির সামনে শ্রমিক সংগঠন HMS-এর ধরনা কর্মসূচি ছিল আজ । ধরনা কর্মসূচির শেষে তাঁরা ম্যানেজার ভিকে তেওয়ারির সঙ্গে আলোচনা করতে চান । ম্যানেজার আলোচনার জন্য তাঁদেরকে এজেন্ট অফিসে আসার কথা জানান । শ্রমিকরা ধরনাস্থানে আলোচনার দাবিতে অনড় থাকেন । এরপর ভিকে তিওয়ারি ধরনাস্থানে যেতেই HMS-এর সমর্থকরা তাঁকে শারীরিকভাবে হেনস্থা করে বলে অভিযোগ । তবে ম্যানেজারের অভিযোগ অস্বীকার করেন সংগঠনের শাখা সভাপতি প্রিয়ব্রত সিংহ ।

তিনি বলেন ,"শ্রমিক কল্যাণে বেশ কিছু দাবির ভিত্তিতে আমাদের কর্মসূচি চলছিল । আমরা ম্যানেজারের সঙ্গে দাবিগুলি নিয়ে আলোচনার জন্য যাই । কিন্তু তিনি আলোচনা করবেন না বলে জানিয়ে কোলিয়ারি চত্বর ছেড়ে তিনি চলে যান । হেনস্থার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।"

খনি আধিকারিককে হেনস্থার অভিযোগের খবর ছড়াতেই অণ্ডালের কেন্দা এরিয়ার সমস্ত কোলিয়ারির কাজ বন্ধ করে দেন আধিকারিকদের সংগঠন । অন্ডালের সিঁদুলিতে কোলিয়ারি এজেন্ট অফিসে আধিকারিকদের সংগঠন অফিসার অ্যাসোসিয়েশনের সদস্যরা জরুরি বৈঠক করেন । বৈঠক শেষে সংগঠনের পক্ষে দীনেশ শর্মা জানান, "এই ঘটনা মেনে নেওয়া যায় না । নিন্দনীয় ঘটনা । এই ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে তদন্ত হোক ৷ তাঁদের উপযুক্ত শাস্তি চাইছি আমরা ।"

ABOUT THE AUTHOR

...view details