পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিদেশি হাঁস পালনে লাভের মুখ দেখছেন কাঁকসার বাসিন্দা

চিন ও অষ্ট্রেলিয়ান এই দুই প্রজাতির হাঁস প্রতিপালন করে কাঁকসা ব্লকে স্বনির্ভরতার অন্য পথ দেখাচ্ছেন হরিপদ বর্মন ৷ কেমনভাবে প্রতিপালন করছেন তা জানাচ্ছেন হরিপদবাবু নিজেই ৷

বিদেশি হাঁস পালনে লাভের মুখ দেখছেন কাঁকসার বাসিন্দা
বিদেশি হাঁস পালনে লাভের মুখ দেখছেন কাঁকসার বাসিন্দা

By

Published : Jun 13, 2021, 2:34 PM IST

দুর্গাপুর, 13 জুন : চিনা এবং অস্ট্রেলিয়ান দুই বিদেশী হাঁস পালন করে স্বনির্ভরতার মুখ দেখলেন মলানদিঘির নতুনপল্লির বাসিন্দা হরিপদ বর্মন । কাঁকসা ব্লকে হরিপদবাবুর এই কাজ আশা দিচ্ছে বাকিদের ।

এক সময় মুরগি খামার করে চরম ক্ষতির মুখে পড়েন কাঁকসা ব্লকের মলানদিঘির বাসিন্দা হরিপদ বর্মন । এরপর বিদেশী হাঁস পালন করে তিনি আজ স্বনির্ভর । কাঁকসা ব্লকের মানুষকে এই বিদেশী হাঁস প্রতিপালনের মধ্যে দিয়ে জীবনে প্রতিষ্ঠা লাভের পথ দেখাচ্ছেন হরিপদবাবু ।

দক্ষিণ 24 পরগনা থেকে চিনের পেরু হাঁসের 20টি বাচ্চা এবং বেশ কিছু অস্ট্রেলিয়ান হাঁসের বাচ্চা নিয়ে আসেন হরিপদবাবু । তবে এই আবহাওয়াতে হাঁসগুলি বাড়বে এবং সুস্থ থাকবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি । কিন্তু বেশ কয়েকদিন পর লক্ষ করেন বিদেশী অতিথিরা আমাদের আবহাওয়াকে মানিয়ে নিতে পেরেছে এবং তাদের স্বাভাবিক বৃদ্ধিও হয়েছে । নিজের বাড়িতেই খাল কেটে জলাশয় তৈরি করে সেখানেই হাঁসগুলি প্রতিপালন করছেন তিনি ।

দেখুন হরিপদ বর্মনের হাঁসের খামার

এই বিদেশী হাঁস প্রতিপালন সম্পর্কে হরিপদবাবু জানান, এখানে বেশ চাহিদা রয়েছে এই হাঁসের । প্রতি কেজি এই হাঁসের মাংসের দাম 300 টাকা । হাঁসগুলি পিস প্রতি 800 থেকে 900 টাকা দামে বিক্রি হয় ৷ শীতকালীন সময়ে এই হাঁসগুলিকে গঙ্গা এবং সমুদ্র তীরবর্তী এলাকায় দেখা যায় । কিন্তু বাড়িতে নিয়ে আসার পর হাঁসগুলিকে নিয়ে কোনও সমস্যা দেখা দেয়নি বলে দাবি করেন হরিপদবাবু ।

তিনি আরও জানান, এই হাঁস ডিম পেড়ে নিজেরাই বাচ্চা উৎপাদন করতে পারে ৷ মূলত শাকসবজি খায় এরা । ওজন হয় চার থেকে পাঁচ কেজি । এই হাঁস প্রতিপালনে খরচা কম, লাভ বেশি বলেও জানান তিনি ।

কম সময়ের মধ্যে এই হাঁসগুলির বৃদ্ধি হচ্ছে বলে দাবি করেন হরিপদ বর্মন । নিজের বাড়িতেই আরও বেশি এই প্রজাতির হাঁস প্রতিপালন করে স্বনির্ভরভাবে এগিয়ে যেতে চান তিনি । তবে ব্লকের প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগ সাহায্য করলে তিনি আরও এগিয়ে যেতে পারবেন বলে জানান হরিপদবাবু ।

এ বিষয়ে কাঁকসা ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের কর্মকর্তা সঞ্জয় আকুলি জানান, আবেদন করলে তাঁরা নিশ্চয়ই হরিপদবাবুর পাশে দাঁড়াবেন এবং সমস্ত রকম সহযোগিতা করবেন ৷

আরও পড়ুন :French Open 2021: ক্লে কোর্টে নতুন রানি, গ্র্যান্ড স্ল্যাম জিতে প্রয়াত মেন্টরকে স্মরণ বারবোরার

ABOUT THE AUTHOR

...view details