পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখাকে কেন্দ্র করে ঝামেলা, পিটিয়ে খুন - death

নির্মাণ সামগ্রী ফেলে রাখাকে কেন্দ্র করে ঝামেলা। লাঠি, বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে।

প্রতীকী ছবি

By

Published : Mar 22, 2019, 6:01 PM IST

কাঁকসা, ২২ মার্চ : গোপালপুরে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখাকে কেন্দ্র করে ঝামেলা। আর তার জেরে লাঠি, বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। তার নাম ভৈরব ধীবর(৫২ বছর)। ঘটনায় আহত তিনজন। আজ তপন পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাঁকসা থানার পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

গতকাল গোপালপুর গ্রামের রাস্তায় নির্মাণ সামগ্রী রাখাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। ধীবরপাড়ার বাসিন্দাদের সঙ্গে বচসা বাধে ওই এলাকার বাসিন্দা তপন পাল ও তার দুই ছেলের। দুপুরে বচসা থেমে যায়। তপনের দুই ছেলের নাম আপ্পা পাল ও স্বাধীন পাল। রাতে ধীবরপাড়ার বাসিন্দা ভৈরব ও আরও তিনজন তপন, আপ্পা ও স্বাধীনের আচরণের প্রতিবাদ জানাতে যায়। তখনই তপন, আপ্পা লাঠি, রড নিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালায় ভৈরব ও তার সঙ্গীদের ওপর। ভৈরবের মাথায়, বুকে, লাঠি, রড দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থানেই মৃত্যু হয় তার। বাকি তিনজন আহত হয়।

মৃতের পরিবারের অভিযোগ, "ওরা বাবা-ছেলে ক্ষমতাশালী। এলাকায় সন্ত্রাস চালায়। এর প্রতিবাদ করতে গিয়ে ভৈরব খুন হয়। তিনজন গুরুতর অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি।" রাতেই ঘটনাস্থানে আসে কাঁকসা থানার পুলিশ। এসে ভৈরবের দেহ থানায় নিয়ে যাওয়া হয়।" আজ দুপুরে তপনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে। আগামীকাল তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DCP(পূর্ব) অভিষেক মোদি বলেন, "একটা খুনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। এলাকা এখন শান্ত আছে।"

ABOUT THE AUTHOR

...view details