পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংক্রমণ প্রতিরোধে পানাগড় বাজারে রাসায়নিক তেল স্প্রে

কাঁকসার পানাগড় বাজারে কাঁকসা পঞ্চায়েতের উদ্যোগে ছড়াতে দেখা গেল রাসায়নিক তেল ৷ 100 দিনের কাজে যুক্ত গ্রাম পঞ্চায়েতের কর্মীরাদেরই এই কাজ করতে দেখা গেল ৷

The local administrative took initiative to disperse chemical oils to prevent corona in Panagadh market, kanksa, west burdwan
কোরোনা মোকাবিলায় পঞ্চায়েতের উদ্যোগে পানাগড় বাজারে ছড়ানো হল রাসায়নিক তেল

By

Published : Mar 28, 2020, 6:09 PM IST

দুর্গাপুর, 28 মার্চ : কোরোনা মোকাবিলায় সচেতনতার ছবি দেখা যাচ্ছে রাজ্যের প্রতিটি জেলায় ৷ আজ সেই সচেতনতার ছবিই দেখা গেল কাঁকসার গ্রাম পঞ্চায়েতে ৷ পানাগড় বাজারে কাঁকসা পঞ্চায়েতের উদ্যোগে রাসায়নিক তেল স্প্রে করতে দেখা গেল 100 দিনের কাজে যুক্ত কর্মীদের ৷

দেশজুড়ে লকডাউন চললেও খোলা থাকবে সবজি বাজার যাতে খাদ্যসামগ্রীতে টান না পড়ে ৷ আর সেকারণেই ভিড় না জমলেও নিত্যদিন লেগেই থাকে লোকজনের আনাগোনা ৷ তাই সংক্রমণ রুখতে কাঁকসা সবজি ও মাছ-মাংসর বাজারে রাসায়নিক তেল স্প্রে করা শুরু হল ৷ স্থানীয় পঞ্চায়তের উদ্যোগে 100 দিনের কাজে যুক্ত কর্মীরা এই কর্মসূচি গ্রহণ করে ৷

কোরোনা মোকাবিলায় পঞ্চায়েতের উদ্যোগে পানাগড় বাজারে ছড়ানো হল রাসায়নিক তেল

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details