দুর্গাপুর, 19 অগাস্ট : ''আসানসোল ও দুর্গাপুরে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক CPI(M) নেতারা ।" দুর্গাপুরের জনসভা থেকে আক্রমণ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা আসালসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির । CPI(M)-এর পক্ষ থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ এস এস আলুওয়ালিয়ার ঠিকানায় বিশ্বাসঘাতক লিখে পোস্ট কার্ড পাঠানোয় CPI(M) নেতাদের কড়া সমালোচনা করেন জিতেন্দ্র ৷ তাঁর অভিযোগ, আসানসোল ও দুর্গাপুরের CPI(M) নেতারা তাঁদের দলীয় প্রার্থীদের বদলে BJP প্রার্থীদের ভোট দিতে নির্দেশ দিয়েছিলেন । তাই এই দুই আসনে BJP জিতেছে ৷
কয়েকদিন আগে BJP-র কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের উপস্থিতিতে দুর্গাপুরের সিটি সেন্টারে দু'দিনের চিন্তন শিবির অনুষ্ঠিত হয় ৷ এই শিবির শেষে দুর্গাপুরের গান্ধি মোড় ময়দানের জনসভায় বারাবনীর তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়ের আত্মীয় মলয় উপাধ্যায় BJP-তে যোগ দেন ৷ মলয় উপাধ্যায় মঞ্চে উঠতেই ধুন্ধুমার বেঁধে যায় । মঞ্চের দিকে চেয়ার ছুড়তে থাকেন BJP কর্মীরা ৷ ভণ্ডুল হয়ে যায় সভা ।